মানহানির মামলা করেছেন কুণাল ঘোষ, শুনে অভয়ার বাবা বললেন …

Kunal Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: একবছর পেরিয়ে গেলেও এখনও মেলেনি সঠিক বিচার! কিন্তু লড়াই থামেনি, আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের তরফে এখনও চলছে আন্দোলন। তবে শাসকদলের প্রতি লাগাতার অপপ্রচার, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কুৎসা রটানো নিয়ে এবার ক্ষেপে উঠলেন কুণাল ঘোষ। শেষ পর্যন্ত আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন তিনি। তুমুল শোরগোল শুরু হল রাজনৈতিক মহলে।

ঘটনাটি কী?

বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে কিছুদিন আগে ‘সেটিং’ তত্ত্ব প্রকাশ্যে নিয়ে আসে আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা। গুরুতর অভিযোগ করেন যে, টাকা খেয়ে তদন্তে প্রভাবিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অফিসাররা। আর তার সঙ্গে গোষ্ঠী বেঁধেছে পুলিশ। এমনকি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে নিয়েও মন্তব্য করা হয়। অভয়ার বাবা দাবি করেন যে, কুণাল ঘোষই নাকি সিজিও কমপ্লেক্সে গিয়ে ‘ডিল ফাইনাল’ করিয়েছেন। আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষেপে গেলেন কুণাল বাবু। যদিও তারই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল। তবে এবার মানহানির অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতে করলেন মামলা।

আইনি নোটিশ পাঠিয়েও হয়নি লাভ

কুণাল ঘোষের বিরুদ্ধে অভিয়ার বাবা যে গুরুতর অভিযোগ তুলেছিল তার জন্য গত মঙ্গলবার, অভয়ার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। শর্ত হিসেবে বলা হয়েছিল চারদিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে অভয়ার বাবাকে ক্ষমা চাইতে হবে বলে জানানো হয়েছিল। অন্যথায়, আইনি পদক্ষেপ করা হবে। কিন্তু সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরেই গতকাল, বুধবার ব্যাঙ্কশাল আদালতে মানহানির অভিযোগ তুলে মামলা দায়ের করল কুণাল।

কী জানালেন কুণাল?

এদিন এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ পোস্ট করে বলেন যে, “মেয়ের জন্য যন্ত্রণা আছে বুঝতে পারছি। কিন্তু, মুখে যা আসবে, আরও ওঁকে রাজনৈতিক দলগুলো যা শেখাবে, উনি সেগুলো বলবেন…এটা তো হতে পারে না। আমি মামলা করেছি, আমার বিরুদ্ধে যা বলার, যা তথ্য দেওয়ার, কোর্টে এসে দিন। হোয়াটসঅ্যাপ চ্যাট, রহস্য না করে কোর্টে বিচারককে জমা দিন, প্রিন্ট আউট মিডিয়াকে দিয়ে দিন। কন্যাহারা বাবা এত অসত্য বলতে পারেন? কাদের কথায় এসব করছেন? আমরাও সমব্যাথী। শুধু রাজনৈতিক অংশটার বিরোধী।”

এদিকে কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলাতে দমে যায়নি আরজি কর কাণ্ডের নিহত চিকিৎসকের বাবা। তিনি বলেন, “চিঠি পাঠিয়েছে, আসুক। তবে, কিছু বলব না… তোয়াক্কা না করার মত একটা ভাব থাকবে। আমাদের যেটা টার্গেট, সেখান থেকে আমাদের নাড়াতে পারবে না। সমস্তটাই উদ্দেশ্য করে করা হচ্ছে, যাতে আমাদের একটা হেনস্থা করে… আমরা বিচারের জন্য যে লড়াই চালাচ্ছি,সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা…আর কিছু না।”

আরও পড়ুন: চারচাকা গাড়ি করে চোরেরা এল লবণ চুরি করতে! তাজ্জব কাণ্ড কালনায়, ভিডিও ভাইরাল

উল্লেখ্য, কিছুদিন আগে নবান্ন অভিযানের সময়, আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মাকে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে! মাথায় চোট পাওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। আর সেই ঘটনার FIR দায়ের করতে গিয়েও চরম হয়রানির মুখে পড়তে হয় নিহত চিকিৎসকের মাকে। একের পর এক থানায় অভিযোগ জানানোর জন্য ইমেল করা হলে প্রতিবার তাঁদের ঘোরানো হয়। শেষ পর্যন্ত পুলিশ কমিশনার মনোজ ভার্মার তরফ থেকে ইমেল করে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং নিউ মার্কেট থানায় GD করা হয়।

Leave a Comment