প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন, আর তাই বেশ ব্যস্ততা চলছে রাজ্য জুড়ে। গত ২ ডিসেম্বর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছর রাজ্য দরকার কর্তৃক কী কী কাজ হয়েছে তার রিপোর্ট তুলে ধরেছেন। আর তাই এবার আগত ২৬ এর নির্বাচনকে টার্গেট করতে সেই উন্নয়নকেই হাতিয়ার করল তৃণমূল। উন্নয়নের বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এবং ‘পথশ্রী’ প্রকল্প এই জোড়া প্রকল্পের বাস্তবায়নের জন্য দরপত্র গ্রহণ করতে দুটি আলাদা পোর্টাল তৈরি করল নবান্ন (Nabanna)।
উন্নয়নের বার্তা নিয়ে বড় পদক্ষেপ নবান্নের
বুথে বুথে সাধারণ মানুষের কাছ থেকে সমস্যার কথা শুনতে পুজোর আগে থেকে নভেম্বর পর্যন্ত আড়াই মাস ব্যাপী শিবির করেছিল রাজ্য সরকার। পানীয় জল, আলো, রাস্তা সংস্কার বা নির্বাণ, সেতু সংস্কারের মতো অভাব-অভিযোগ চিহ্নিত করা হয়েছে। তা সমাধানের জন্য বুথপিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে নবান্ন। এ বার সেটি বাস্তবায়িত করতে চাইছে রাজ্য সরকার। অসম্পূর্ণ কাজগুলি ভোটের আগে শেষ করার জন্য এবার থেকে নতুন পোর্টালে ‘পথশ্রী’ এবং ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের দরপত্র গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
গঠন করা হয়েছে পর্যবেক্ষকদের দল
নবান্নের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় দুটি প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এবং ‘পথশ্রী’ এই দুটি প্রকল্পের উপরে বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিলেন। রাস্তা নির্মাণ ও সংস্কারকে বাস্তবায়িত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা। সেই কারণেই নতুন পোর্টালে ‘পথশ্রী’রও দরপত্র গ্রহণ করা হবে।সেই সকল কাজ দ্রুত শেষ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন। ১৩ জনের একটি পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। জানা গিয়েছে বাংলা বাড়ি থেকে নিয়ে সড়ক, জলসংযোগ, স্বাস্থ্য পরিকাঠামো সহ উন্নয়নমুখী কাজে গতি আনতে এই উদ্যোগ।
আরও পড়ুন: “এত ভীতু হলে চলবে না…” পুলিশকে সাহসী হওয়ার বার্তা মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই নয়া পোর্টাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, “রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি চললেও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেন কোনো বাধার সৃষ্টি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে মানুষের মৌলিক চাহিদা যেমন পানীয় জল, রাস্তাঘাট, আলো , বাংলার বাড়ি, সেতু নির্মাণ ও সংস্কারের কাজ সঠিক সময়ে শেষ করে দিতে হবে।” এছাড়াও ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাজ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে অসম্পূর্ণ কাজগুলি বিধানসভা নির্বাচনের আগে শেষ করেই ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।