মানুষ চলার জায়গা নেই, ওদিকে ট্রেনের মধ্যে বাইক চালাচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

সহেলি মিত্র, কলকাতাঃ সামাজিক মাধ্যম এমন একটি জিনিস যাকে ছাড়া আমাদের দিন চলে না। সারাদিনে হাজারো কর্মব্যস্ততার মধ্যেও ফোনে চোখ রাখবই রাখব আমরা। এই সামাজিক মাধ্যমে প্রতিদিন প্রতি মিনিটে এমন কিছু ভিডিও, ছবি ভাইরাল হয় যা দেখে আমাদের হাসিও পায়, রাগ আবার দুঃখও হয়। বর্তমান সময়ে তেমনই একটি ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে যা দেখে সবাই হেসে রীতিমতো লুটোপুটি খাচ্ছেন। ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, একজন যুবক ট্রেনের কামরায় বাইক নিয়ে উঠে গিয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in.

বাইক নিয়ে ট্রেনে উঠে পড়ল যুবক!

ভাইরাল হওয়া ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটাগরিকরা। সকলের মুখে একটাই কথা, এও সম্ভব? এমনকি ভিডিও-র ক্যাপশনে লেখা, ‘আর কতো কী দেখব?’ ভিডিওতে দেখা যাচ্ছে, চলতি ট্রেনের মধ্যে যাত্রীরা বসে আছেন। সেখানে আচমকা এক যুবক বাইক চালিয়ে কামরার মধ্যে ঘুরছেন। স্বাভাবিকভাবেই এহেন দৃশ্য দেখে চমকে গিয়েছেন সকলে। সেইসঙ্গে রেলের পরিষেবা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল আধিকারিকরা কীভাবে বাইক নিয়ে যাত্রীবাহী কামরায় উঠতে দিল সেই নিয়ে উঠেছে কথা।

ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

যদিও এই ঘটনাটি কোথায় ঘটেছে? কোন ট্রেনে ঘটেছে সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। এমনকি এই যুবকের নাম কী সেই বিষয়েও কিছু জানা যায়নি। এদিকে এই ভিডিও-র কমেন্ট সেকশনে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন এই ঘটনা বিহারের। কেউ কেউ আবার বিহার জিন্দাবাদ বলে কটাক্ষও করেছেন।

কমেন্টে একজন রেল মন্ত্রককে ট্যাগ করে লিখেছেন, দয়া করে বিষয়টি দেখুন এবং কড়া পদক্ষেপ নিন। অন্য আরেকজন লিখেছেন, এটা কী করে সম্ভব? কেউ দেখার নেই? সম্পূর্ণ বেআইনি কাজ। শাস্তি হওয়া উচিৎ আইন অনুযায়ী। এখনও অবধি ৭৩,০০০ হাজারের ওপর ভিউ হয়ে গিয়েছে ভিডিওটির।

Leave a Comment