মালদায় ৩০০ নাবালক সহ HIV পজেটিভ ৩১০০!

HIV Cases In Malda

প্রীতি পোদ্দার, কলকাতা: অল্প বয়সে মারণ রোগ এইচআইভি এইডস! আক্রান্তের শিখরে রয়েছে মালদা জেলা (HIV Cases In Malda)। সম্প্রতি জেলা স্বাস্থ্য দফতরের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, শুধুমাত্র মালদহে মোট ৩১০০ জন এইচআইভি পজিটিভ রোগী বর্তমানে নথিভুক্ত আছেন। আর এবার সেই নিয়ে চিন্তায় মাথায় হাত পড়ল প্রশাসনের।

মালদায় HIV পজিটিভ ৩১০০ জন

জানা গিয়েছে, মালদায় HIV পজিটিভ বা AIDS আক্রান্তের সংখ্যা ক্রমেই উদ্বেগজনক আকার নিচ্ছে। আক্রান্তের গ্রাফ বাড়ছে। এই প্রসঙ্গে গত সোমবার জেলা স্বাস্থ্য দফতর একটি পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছে। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুধুমাত্র মালদাতেই নাকি মোট ৩১০০ জন এইচআইভি পজিটিভ রোগী বর্তমানে নথিভুক্ত আছেন। এছাড়াও বিস্তারিত ভাবে জানা গিয়েছে এই ৩১০০ জনের মধ্যে নাকি প্রায় ৩০০ জন নাবালক রয়েছে যাদের বয়স ১৫ বছরের কম। আর এই তথ্য ছড়িয়ে পড়তেই ভয়ংকর চিন্তার ছায়া পড়েছে এলাকা জুড়ে।

যৌথভাবে মানুষকে সচেতন করার প্রয়াস

সমগ্র পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানান, এত বড় সংখ্যক অপ্রাপ্তবয়স্ক আক্রান্তের বিষয়টি অত্যন্ত চিন্তার, এবং জরুরি পদক্ষেপ ছাড়া এই প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সংক্রমণ রুখতে হলে প্রথম শর্ত সচেতনতা। মানুষ যত বুঝবে, তত সতর্ক হবে। এই রোগ সম্পর্কে ভুল তথ্যের জাল ছিঁড়ে ফেলতে হবে। এছাড়াও প্রশাসন, পুরসভা, পঞ্চায়েতের সঙ্গে যৌথভাবে মানুষকে সচেতন করার জন্য আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দফতর। এছাড়াও স্বাস্থ্য দফতরে কর্মরত এক আধিকারিক জানিয়েছেন, “ খুব শীঘ্রই মানুষকে সচেতন করতে ট্যাবলো বের করা হবে। শুধু সুস্থ রাখাই লক্ষ্য নয়, আগামিদিনে এইডস-মুক্ত পৃথিবী গড়াই লক্ষ্য হয়ে উঠবে আমাদের কাছে।”

আরও পড়ুন: মহিলাদের চিন্তা দূর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রিপোর্ট মোতাবেক, বিগত কয়েক মাসে মালদার বহু গ্রামে কালাজ্বরে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের শারীরিক পরীক্ষা করলে দেখা গিয়েছিল যে তাঁদের মধ্যে অনেক রোগীই এইচআইভি পজিটিভ। শুধু তাই নয়, টিবি রোগীদের ক্ষেত্রেও একই বিষয় ধরা পড়েছে। আর তাতেই সন্দেহ বাড়ছে। এমতাবস্থায় গত সোমবার মালদা জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, এবার HIV প্রতিরোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। থাকবে চিকিৎসকদের বিশেষ টিম। অন্যদিকে গর্ভবতীরা HIV আক্রান্ত হলে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Leave a Comment