মালদা টাউন-দীঘা শীত স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের, দেখুন সময়সূচি

Malda Town Digha Train

সহেলি মিত্র, কলকাতা: বাংলা জুড়ে হাড়কাঁপানো শীতের আমেজ। সকলের মধ্যেই এখন খুশি কাজ করছে। আবার অনেকে এও প্ল্যান করছেন যে কম খরচে কোথাও থেকে একটু টুক করে ঘুরে আসা যায়। আপনারও কি একই অবস্থা? কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল সুখবর। পূর্ব রেলের তরফে একটি জনপ্রিয় রুটে এবার বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হল। নিশ্চয়ই ভাবছেন যে বিশেষ ট্রেনটি কোন রুটে ছুটবে? চলুন জেনে নেবেন।

শীতকালীন বিশেষ ট্রেনের ঘোষণা করল রেল

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন শীতের মরসুমে যাত্রীদের চাহিদা ও অতিরিক্ত ভিড় সামাল দিতে মালদা টাউন থেকে দীঘা অবধি এবং দীঘা থেকে মালদা অবধি বিশেষ ট্রেন (Malda Town Digha Train) চালানো হবে। ইতিমধ্যেই ট্রেন নম্বর ০৩৪৬৫ ও ট্রেন নম্বর ০৩৪৬৬ মালদা টাউন-দীঘা-মালদা টাউন স্পেশাল সাপ্তাহিক ট্রেনের সময়সূচি, স্টপেজ এবং কবে চলবে সে বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়েছে। চলুন বিশদে জেনে নেবেন সবটা।

দেখুন সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩৪৬৫ ট্রেনটি মালদা টাউন থেকে ১৩ ডিসেম্বর, ২০ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর চলবে দীঘার উদ্দেশ্যে। অপরদিকে ০৩৪৬৬ ট্রেনটি দীঘা থেকে মালদা টাউনের উদ্দেশ্যে যাবে ১৩ ডিসেম্বর, ২০ ডিসেম্বর এবং ৭ ডিসেম্বর। যাত্রাকালে ট্রেনটি উভয়মুখে নিউ ফারাক্কা, পাকুড়, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, তমলুক ও কাঁথি, রামপুরহাট, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা স্টেশনে থামবে বলে খবর।

এই মেল/এক্সপ্রেস ক্যাটেগরির ট্রেনে ২টি এসি ৩ টিয়ার, ৫টি স্লিপার ক্লাস, ৭টি সাধারণ দ্বিতীয় শ্রেণী এবং ২টি জিএসএলআরডি শ্রেণী মিলিয়ে মোট ১৬টি কোচ থাকবে।

Leave a Comment