মালদা থেকে প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন, ইতিহাসের সাক্ষী হতে চলেছে বাংলা

Pm Narendra Modi to inaugurate Vande Bharat Sleeper from Malda

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেয়েছে বাংলা। আগেই সেই ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভোটমুখি পশ্চিমবঙ্গের মানুষের জন্য এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি উপহারস্বরূপ। যা নিজের হাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ মাসেই মালদায় একটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই জনসভা শেষ করেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার সহ একসাথে মোট দুটি ট্রেনের উদ্বোধন করবেন মোদি। সেই সূত্রেই, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে মালদা (Malda) তথা গোটা বাংলা।

প্রধানমন্ত্রীর হাত ধরে ফিতে কাটা হবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের

পূর্বের ঘোষণা মতোই নতুন বছরে বাংলার মানুষকে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি উপহার দিয়েছে ভারতীয় রেল। আগামী 17 জানুয়ারি কথামতো বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, চলতি মাসের 17 তারিখ মালদায় একটি জনসভা রয়েছে মোদির। এই জনসভার পাশেই করা হবে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ। সেখান থেকেই একসঙ্গে দুটি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।। এর মধ্যে একটি ট্রেন বন্দে ভারত স্লিপার হাওড়া থেকে ছুটবে অসমের গুয়াহাটির উদ্দেশ্যে। অন্য ট্রেনটি ছুটবে কামাক্ষ্যা পর্যন্ত।

অবশ্যই পড়ুন: দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন উকিল মমতা! বড় ঘোষণা

বলাই বাহুল্য, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটির উদ্বোধনের আগেই মালদা টাউন স্টেশনটিকে অমৃত ভারত প্রকল্পের আওতায় একেবারে ঢেলে সাজিয়েছে রেল। এখনও শেষ হয়নি সেই কাজ। যাত্রীদের নিরাপত্তা থেকে শুরু করে গোটা পরিকাঠামো সবদিক থেকেই মালদা টাউন স্টেশনটিকে বাংলার অন্যতম নজরকাড়া স্টেশন হিসেবে তুলে ধরতে চায় রেল। এদিকে, মালদা টাউন স্টেশনের উন্নয়নমূলক কার্যক্রম দেখে ইতিমধ্যেই স্বস্তি প্রকাশ করেছেন রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার এবং মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা।

অবশ্যই পড়ুন: অনলাইনে কাটতে পারবেন না অগ্রিম টিকিট! বদলে গেল রেলের নিয়ম

জানা যাচ্ছে, ইতিমধ্যেই রেলের উচ্চ পদস্থ কর্তারা মালদা টাউন স্টেশনের কাজ কেমন চলছে তা পরিদর্শন করেছেন। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে যাত্রী প্রতীক্ষালয় সহ স্টেশনের এন্ট্রি এবং এক্সিট গেট থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলি খতিয়ে দেখেছেন রেল আধিকারিকরা। সব মিলিয়ে বলাই যায়, অমৃত ভারত প্রকল্পের আওতায় অত্যাধুনিক স্টেশন পাওয়ার পাশাপাশি দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের মধ্যে দিয়ে চর্চায় মালদা।

Leave a Comment