মালদা, শিলিগুড়ির পর এবার বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করল বালুরঘাট

Balurghat

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও কাটেনি বিদ্বেষ… পদ্মাপাড়ে হিন্দুদের উপর অত্যাচার যেন দিনের পর দিন বেড়েই চলেছে। সেখানকার মানুষদের মুখে মুখে ভারত বিদ্বেষী স্লোগান যেন বেড়েই চলেছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশীদের বয়কটের ডাক অনেকদিন আগেই দিয়েছিল শিলিগুড়ি এবং মালদার হোটেল ব্যবসায়ীরা। এবার সেই তালিকায় নাম জুড়ল বালুরঘাট (Balurghat)।

বাংলাদেশীদের বয়কট করল আরেক শহর

জানা গিয়েছে বাংলাদেশে দীপু দাস সহ অনেক হিন্দুকে খুন করার প্রতিবাদে আগেই ময়দানে নেমেছিল উত্তরবঙ্গের বিভিন্ন শহর। শিলিগুড়ি এবং মালদায় বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছিল হোটেলের দরজা। আর এবার বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। গতকাল অর্থাৎ মঙ্গলবার বালুরঘাট শহর ও শহর লাগোয়া এলাকায় ছোট বড় হোটেল ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশিদের ঘর ভাড়া দেওয়া হবে না। এই মর্মে হোটেলগুলির সামনে ইতিমধ্যেই নোটিশও টাঙিয়ে দিয়েছেন হোটেল মালিকরা। সেই পোস্টারে স্পষ্ট লেখা রয়েছে, ‘আমাদের দেশকে দিচ্ছ না তোমরা সম্মান, তাই তোমাদের জন্য আমাদের দেশে নাই ঠাঁই।’

এজেন্সিরাও করছে না টিকিট বুকিং

বিগত বেশ কিছুদিন ধরে ভারতের নামে কুরুচিকর মন্তব্য এবং স্লোগানে উত্তাল ওপার বাংলার রাজধানী ঢাকা। শুধু তাই নয় তারা রীতিমত ভারত ভাগের উস্কানিও দিচ্ছে বাংলাদেশি নেতাদের। কিছুদিন আগেই ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্রে জানা গিয়েছে সেভেন সিস্টার এবং দক্ষিণ দিনাজপুরের একটা অংশ দখল করার হুমকি দিয়েছে বাংলাদেশরা। তাই এই সকল কর্মকাণ্ডের জেরে এবার বালুরঘাটের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বালুরঘাটের পাশেই হিলি ইমিগ্রেশন ও স্থল বন্দর রয়েছে। সেখান থেকে অনেক বাংলাদেশি ট্রেনের টিকিট কেটে দক্ষিণ ভারতে যান চিকিৎসার জন্য। সেক্ষেত্রে বালুরঘাটের টিকিট বুকিং এজেন্সিরাও বাংলাদেশীদের বয়কট করেছে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, আহত কমপক্ষে ৬০

বাংলাদেশিদের বয়কট প্রসঙ্গে এক হোটেল মালিক জানিয়েছেন যে, “আমরা বালুরঘাটের হোটেল ব্যবসায়ীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত ইতিমধ্যে হোটেলের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেই এই পদক্ষেপ।” সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে চিড় আরও গভীর থেকে গভীরতর হয়েছে এই কয়েকদিনে। আর তার বড় প্রভাব পড়েছে দুই দেশের জনগণের উপরে।

Leave a Comment