মালবাহী ট্রেনে করুন যাত্রা! চলছে সাঁতরাগাছি থেকে মহারাষ্ট্রের থানে পর্যন্ত বিশেষ ট্রেন

Santragachi – Thane Mixed Special

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে ভারতীয় রেলের কাজের কোনও তুলনা নেই। যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেলের উদ্যোগে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিশেষ খেয়াল রাখা হচ্ছে। কীভাবে নিত্য নতুনভাবে যাত্রীদের যাত্রাকে আরও স্মরণীয় এবং আরামদায়ক করা যায় সেজন্য কাজ করেই চলেছে রেল। আজ আপনাদের এমন একটি ট্রেন সম্পর্কে তথ্য দেব যেটায় উঠলে আপনারও মন ভালো হয়ে যাবে। আচ্ছা আপনারও কি কোনওদিন মালবাহী ট্রেনে চাপতে ইচ্ছা করেছে কিন্তু কোনদিন ওটা সুযোগ হয়ে ওঠেনি? তাহলে আপনার জন্য রইল একটি দুর্দান্ত সুখবর। এবার আপনিও চাইলে বাংলা থেকে মালবাহী ট্রেনে করে সোজা মুম্বাইয়ে (Santragachi – Thane Mixed Special) পৌঁছে যেতে পারবেন।

এবার মালবাহী ট্রেনেও উঠতে পারবেন যাত্রীরা

শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। এমনিতে সাধারণ যাত্রীদের পক্ষে একেবারে মালবাহী ট্রেনে করে কোথাও যাওয়া সম্ভব নয়। কিন্তু যদি জানতে পারেন রেল মালবাহী ট্রেনের সঙ্গে প্যাসেঞ্জার কোচ যুক্ত করে যাত্রীদের যাওয়ার অনুমতি দিচ্ছে তাহলে কেমন হয়। আজ্ঞে হ্যাঁ। এরকম একটি ট্রেন চলছে সাঁতরাগাছি থেকে মহারাষ্ট্রের থানের মধ্যে, যে ট্রেনে ২৩ টি কামরার মধ্যে ১৫টি উচ্চ পার্সেল বহনকারী কামরা রয়েছে এবং ৬টি কামরা সাধারণ যাত্রীদের জন্য নির্ধারণ করা রয়েছে।

ট্রেনের সময়সূচী কী?

ট্রেন নম্বর ০১১৪৯/৫০ ভিওয়ান্ডি রোড-সাঁকরাইল গুডস ইয়ার্ড-সাঁতরাগাছি থানে মিশ্র বিশেষ ট্রেন চলছে। ট্রেনটি সাঁতরাগাছি থেকে প্রতি রবিবার রাত ২১:০০ নাগাদ ছাড়ে। অপরদিকে ভিওয়ান্ডি রোড মুম্বাই থেকে বৃহস্পতিবার রাত ২২:৩০ মিনিটে ছাড়ে। এই ট্রেনটির বর্তমান স্পেশাল ট্রেন হিসেবে চলছে এবং অধিকাংশ দিন প্রায় ফাঁকাই থাকে মুম্বাই যাওয়ার ট্রেনের টিকিট না পেলে সহজেই আপনি কিন্তু এই ট্রেনে চলে যেতে পারবেন তাও আবার ফাঁকায় ফাঁকায়।

Leave a Comment