মাসিক বিনিয়োগে একবারে হাতে আসবে ১৫ লক্ষ টাকা! সেরা স্কিম পোস্ট অফিসের

সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার চিন্তা-ভাবনা সবারই থাকে। তবে এখন থেকে যদি সামান্য গুছিয়ে রাখার অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে তা মোটা অংকের ফান্ডে পরিণত হয়। কিন্তু এই মোটা অংকের টাকা একসঙ্গে কীভাবে আসবে? 

এখানেই রয়েছে ভারতীয় পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের (Post Office RD Scheme) খেল। কারণ এই স্কিম আপনাকে মাত্র 5 বছরে 15 লক্ষ টাকা দিচ্ছে। কিন্তু কীভাবে পাবেন? কোথায় আবেদন করবেন? সবটা জানিয়ে দেবো আজকের প্রতিবেদনে।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম

যারা ঝুঁকি নিতে চান না এবং সরকারি সুরক্ষার মধ্য থেকেই বিনিয়োগ করতে চান, তাদের জন্য পোস্ট অফিসের আরডি স্কিম এক কথায় সেরা বিকল্প। কারণ এই স্কিম মাত্র 100 টাকা দিয়েই শুরু করা যায়। আর সবথেকে বড় ব্যাপার, এটি সম্পূর্ণ সরকার সমর্থিত হওয়ায় টাকা নিয়ে কোনোরকম ঝুঁকি নেই।

বর্তমানে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বার্ষিক 6.7% সুদ দেওয়া হচ্ছে, যা প্রতি ত্রৈমাসিকে কম্পাউন্ড হয়। ফলে যেকোনো নিয়মিত বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে একেবারে সোনায় সোহাগা।

কত টাকা জমালে 15 লক্ষ টাকা মিলবে?

যদি আপনার লক্ষ্য 5 বছরে 15 লক্ষ টাকা হয়, তাহলে আপনাকে প্রতি মাসে পোস্ট অফিসের আরডি স্কিমে মাত্র 21,000 টাকা করে জমা দিতে হবে। আর সেই হিসেবে আপনি মোট বিনিয়োগ করবেন 12,60,000 টাকা এবং 6.7% সুদের হারে মোট সুদ পাবেন 2,38,682 টাকা। ফলে ম্যাচুরিটি অ্যামাউন্ট অর্থাৎ পাঁচ বছর পর আপনার হাতে আসবে 14,98,682 টাকা। 

আরো 5 বছর বাড়ালে কত পাবেন?

যেহেতু আরডি স্কিমের মেয়াদ আরো 5 বছর বাড়ানোর সুযোগ থাকে, তাই যদি আপনি ম্যাচুরিটি শেষ হওয়ার পর আরো 5 বছর বাড়িয়ে নেন, তাহলে মোট 10 বছরের জন্য আপনার বিনিয়োগ দাঁড়াবে 25,20,000 হাজার টাকা। এক্ষেত্রে মোট সুদ পাবেন আপনি 10,67,944 টাকা, আর ম্যাচুরিটি অ্যামাউন্টে দাঁড়াবে 35,87,944 টাকা।

আরও পড়ুনঃ বাঙালি ইস্যুতে মমতাকে বিঁধতেই জুটল ‘ফ্লপ অভিনেত্রী’র কটাক্ষ, পাল্টা দিলেন ‘অনুপমা’ রুপালী

থাকছে ঋণের সুবিধা

তবে পোস্ট অফিসের আরডি স্কিমের সবথেকে বড় সুবিধা হল, এক বছর স্কিম চালানোর পর আপনি জমা টাকার 50% পর্যন্ত লোন নিতে পারবেন। তবে অবশ্যই সেই ঋণে অতিরিক্ত 2% সুদ দিতে হবে। আর অনেক সময় জরুরী প্রয়োজন মেটাতে এই লোন ভীষণভাবে কাজে আসে। তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন এবং নিরাপদ ও সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিসের আরডি স্কিমে এখনই বিনিয়োগ করুন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।

Leave a Comment