“মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ কি যথেষ্ট নয়?” এবার মহম্মদ শামিকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

Supreme Court On Mohammed Shami Case On alimony

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “মাসিক 4 লক্ষ টাকা কি যথেষ্ট নয়?” খোরপোশ মামলায় এমন প্রশ্নেই ভারতের তারকা পেসার মহম্মদ শামিকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court On Mohammed Shami Case)। সম্প্রতি প্রাক্তন স্বামীর কাছে থেকে খোরপোশ বাবদ অতিরিক্ত অর্থ চেয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। তবে শুনানি চলাকালীন বিচারপতিদের সিদ্ধান্ত গেল ভারতীয় তারকার পক্ষেই।

হাসিনের দাবিতে পড়ল না সিলমোহর!

গত জুন মাসে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে প্রাক্তন স্ত্রী এবং মেয়ের খরচ বাবদ প্রতিমাসে 4 লক্ষ টাকা করে খোরপোশ দিতে হচ্ছে ভারতীয় তারকা মহম্মদ শামিকে। জানা যায়, মেয়ের মাসিক খরচ বাবদ আড়াই লক্ষ টাকা এবং আবেদনের ভিত্তিতে প্রাক্তন স্ত্রী হাসিনের খরচ বাবদ দেড় লক্ষ টাকা দিচ্ছিলেন ভারতীয় পেসার। তবে সম্প্রতি প্রাক্তন স্বামীকে সেই অঙ্কটা বাড়াতে বলে শীর্ষ আদালতের দারস্ত হয়েছিলেন হাসিন। সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘প্রতিমাসে খরচ বাবদ 4 লক্ষ টাকা কি যথেষ্ট নয়?’

অবশ্যই পড়ুন: চলবে অস্ত্রোপচার, বন্ধ থাকবে এজেসি বোস রোড ও গড়িয়াহাট ফ্লাইওভার! কবে থেকে?

না বললেই নয়, বেশ কয়েকবার মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ তুলে প্রাক্তন স্ত্রী হাসিনকে বলতে শোনা গিয়েছিল, ‘নিজের মেয়ের পেছনে খরচ করতে গেলে কষ্ট হয়, এদিকে বান্ধবীর সন্তানের জন্য কাড়ি কাড়ি টাকা ঢালছেন তিনি!’ এমন দাবি তুলেই সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন ভারতীয় তারকার প্রাক্তন স্ত্রী। সেখানে এক মহিলাকে শামির রক্ষিতা হিসেবেও দাবি করেছিলেন হাসিন জাহান। তাঁর বক্তব্য ছিল, ‘নিজের রক্ষিতার সন্তানকে সেরা স্কুলে ভর্তি করাচ্ছে। তাঁদের জন্য মাসে লাখ লাখ টাকা খরচা করছে। প্লেনে বিজনেস ক্লাসের টিকিট কাটছে। আর আমার মেয়ের পড়াশোনার কথা বললেই যত অভাব।’

জানা যায়, ভারতীয় দলের বহু যুদ্ধজয়ের কারিগর শামির চরিত্র নিয়েও অভিযোগ করেন জাহান। আর তারপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের নির্দেশে পাওয়া মাসিক 4 লক্ষ টাকার অঙ্ক বাড়ানোর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানান হাসিন। এবার সেই মামলাতেই কার্যত বড়সড় ধাক্কা খেলেন বাংলা দলের পেসার শামির প্রাক্তন ঘরণী।

Leave a Comment