সহেলি মিত্র, কলকাতা: টানা বৃষ্টিতে জেরবার বাংলার মানুষ। সেইসঙ্গে ভ্যাপসা গরমও পড়ছে। আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Today)? জানা যাচ্ছে, ছত্তিশগড়ে নিম্নচাপ দুর্বল হলেও এর প্রভাবে এখনও বৃষ্টি পাচ্ছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাংলার অনেকটা দক্ষিণে, যা ওড়িশার কলিঙ্গপত্তনম থেকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিকের বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারণেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলছে। আজ মাসের প্রথমদিনই ব্যাপক বৃষ্টি পাবে বাংলা। এরপর ২ সেপ্টেম্বর থেকে কাঁপানো ভারী বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ মাসের প্রথম দিনই দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, নদীয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। এদিন ঝড়-বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার জেলায়।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার থেকে দুর্যোগ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় আংশিক ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে। ভারী বর্ষণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টির তাণ্ডব চলবে।