সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাসের শুরুতেই আবারও বড় চমক দিল তেল কোম্পানিগুলি। ফের একবার কমল এলপিজিসিলিন্ডারের দাম (LPG Price)। আর এই দাম কমেছে এক ধাক্কায় ৫১.৫০ টাকা অবধি। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। রবিবার রাতেই এই দাম প্রকাশ্যে আসে। এই দামটি আজ ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে লাগু হবে।
দাম কমল LPG সিলিন্ডারের
রবিবার রাতেই সকলকে চমকে দিয়ে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে। সংবাদসংস্থা ANI-র রিপোর্ট অনুযায়ী, ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫১.৫০ টাকা কমানো হয়েছে, যা আজ থেকে দেশজুড়ে কার্যকর হবে। দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা বিক্রয় মূল্য ১ সেপ্টেম্বর থেকে ১৫৮০ টাকা হবে। যদিও ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
আগস্ট মাসেও দাম কমেছিল
জানিয়ে রাখা উচিৎ যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১ আগস্ট, ২০২৫ তারিখে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৩৫ টাকা কমানো হয়েছিল। তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করেছিল।
আরও পড়ুনঃ মাসের শুরুতেই প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আজকের আবহাওয়া
চলতি বছরের জুন, ২০২৫ সালের মে, ২০২৫ সালের এপ্রিল মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। জুন মাসে ২৪ টাকা কমানো হয়েছিল। মে মাসে দাম ১৪.৫০ টাকা এবং এপ্রিল মাসে ৪১ টাকা কমানো হয়েছিল। ফেব্রুয়ারিতে ৭ টাকা কমানো হয়েছিল, কিন্তু মার্চ মাসে ৬ টাকা বৃদ্ধি পেয়েছিল। এখন জুলাই মাসেও দাম কমানো হয়েছে। জুন মাসে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার ১৭২৩.৫০ টাকায় পাওয়া যেত। এপ্রিলে এর দাম ছিল ১৭৬২ টাকা। মে মাসে সেই দাম নেমে আসে ১৭৪৭.৫০ টাকায়।