সৌভিক মুখার্জী, কলকাতা: অল্প অল্প করে টাকা জমিয়েই ভবিষ্যতে মোটা অংকের ফান্ড গড়ে তোলা যায়। তবে প্রশ্ন হচ্ছে, কোথায় বিনিয়োগ (Investment) করবেন? সোনা নাকি SIP? আজ আমরা জেনে নেব, মাসে মাত্র 5000 টাকা করে 15 বছর যদি ধরে যদি বিনিয়োগ করেন, তাহলে সোনা নাকি SIP, কোনটি আপনাকে সবথেকে বেশি পরিমাণ রিটার্ন দেবে!
ধৈর্য ধরে সঞ্চয় করলেই গড়ে উঠবে মোটা অংকের ফান্ড
চাকরি জীবন বলুন বা মধ্যবয়সী মানুষজন, আজকাল ভবিষ্যতের কথা মাথায় রেখে সবাই সঞ্চয় করতে চায়। তবে বাজারে বিনিয়োগের হাজার হাজার অপশন রয়েছে। আর সেখানে দাঁড়িয়েই অনেকে বিভ্রান্ত হয় যে, কোনটা বেছে নেবেন। সোনা কিংবা মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে দুটিই বেশ জনপ্রিয়। তবে এদের মধ্যে পার্থক্য রয়েছে ঝুঁকি আর রিটার্নের দিক থেকে।
SIP-তে কেমন রিটার্ন মেলে?
ধরুন, আপনি প্রতি মাসে 5000 টাকা করে SIP-তে বিনিয়োগ করছেন। সেক্ষেত্রে আপনি যদি 15 বছর ধরে বিনিয়োগ করেন, তাহলে আপনার মোট বিনিয়োগ করাবে 9 লক্ষ টাকা। এবার SIP-তে মোটামুটি 12% হারে বাষিক রিটার্ন মেলেই। এর বেশিও মিলতে পারে। 12% হিসেবেও যদি আমরা ধরি, তাহলে আপনার সম্ভাব্য রিটার্ন আসবে 16,22,879 টাকা। অর্থাৎ, আপনার মোট অ্যামাউন্ট দাঁড়াবে 25,22,879 টাকা।
আর এই হিসাব অনুযায়ী, SIP আপনাকে বেশি পরিমাণে রিটার্ন দিচ্ছে। কারণ এখানে সুদের উপর সুদ পাওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, SIP মানেই শেয়ার বাজার। ফলে এখানে রিটার্নে কোনো গ্যারান্টি নেই, কখনো কমে যেতে পারে, আবার কখনো প্রচুর পরিমাণে লাভ হতে পারে।
সোনায় বিনিয়োগ করলে কত রিটার্ন মিলবে?
এবার যদি আপনি প্রতি মাসে 5000 টাকা করে সোনায় বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার 15 বছরে মোট বিনিয়োগ দাঁড়াবে 9 লক্ষ টাকা। এবার সোনায় মোটামুটি 10% বার্ষিক রিটার্ন মেলে। সেই হিসেবে আপনার সম্ভাব্য রিটার্ন হবে 11,89,621 টাকা। ফলে আপনার মোট অ্যামাউন্ট দাঁড়াবে 20,89,621 টাকা।
আরও পড়ুনঃ ৬ মাসে আমেরিকা থেকে তেল আমদানি বেড়েছে ৫১ শতাংশ! চড়া শুল্কে ভয় নেই ভারতের?
তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, সোনার দামে ওঠানামা থাকলেও সবাই এটিকে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে ভেবে থাকে। বিশেষ করে অনিশ্চয়তার সময় সোনার দিকেই মানুষ পা বাড়ায়। তাই যারা ঝুঁকি নিতে চান না, তাদের জন্য সোনা হতে পারে একমাত্র বেটার অপশন।
levitra roma levitra kalp vardenafil 20mg prix