সৌভিক মুখার্জী, কলকাতা: সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তা করেন। তবে সেই সমস্যা সমাধান করার জন্য কেন্দ্র সরকার নিয়ে আসল বিরাট সুখবর। কারণ সম্প্রতি এনপিএস বাৎসল্য (NPS Vatsalya Scheme) নামের একটি বিশেষ স্কিম চালু করা হয়েছে, যেখানে মাত্র 834 টাকা মাসিক বিনিয়োগে 11 কোটি টাকা পেতে পারে আপনার সন্তান।
সন্তানের জন্য বিশেষ প্রকল্প সরকারের
গত বছরের সেপ্টেম্বর মাসে এই স্কিমটি চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। হ্যাঁ, মূলত 18 বছরের কম বয়সের শিশুদের জন্যই এই স্কিম। বাবা-মা সন্তানের নামে এখানে বিনিয়োগ করতে পারে জন্মের পর থেকেই। আর বছরে মোটামুটি 1000 টাকা থেকে বিনিয়োগ করতে হয়। তবে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই।
এক্ষেত্রে আপনার বিনিয়োগ সরাসরি সরকারি সিকিউরিটি, ডেট, বন্ড বা শেয়ারবাজারে যাবে, যেখানে রিটেনের হার নির্ভর করবে মূলত ঝুঁকি নেওয়ার মানসিকতার উপরেই। আর সন্তানের 18 বছর বয়স হলেই এই অ্যাকাউন্ট সাধারণ এনপিএস অ্যাকাউন্টে পরিণত হয়। এরপর বাবা মা নিজের পছন্দ মতোই বিনিয়োগের ধরণ বদলাতে পারে।
কত রিটার্ন আসতে পারে?
যদি জন্মের পর থেকে মাসে মাত্র 834 টাকা করে এই স্কিমে জমাতে পারেন এবং গড়ে 10% রিটার্ন আসে, তাহলে সন্তান 18 বছর পরে হাতে পাবে 5.4 লক্ষ টাকা। তবে এই টাকা তখনই তোলা উচিত হবে না।কারণ অবসরের সময় অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত বিনিয়োগ যদি চালিয়ে যাওয়া যায়, তাহলে তা 2.75 কোটি টাকার পরিণত হবে। এবার যদি 11.59% হারে রিটার্ন আসে, তাহলে 18 বছরে পাওয়া যাবে 6.7 লক্ষ টাকা এবং অবসর জীবনে পাওয়া যাবে 5.97 কোটি টাকা। পাশাপাশি যদি আগ্রাসিড মোডে বিনিয়োগ করেন, তাহলে গড়ে 12.86% রিটার্ন আসে। সেক্ষেত্রে সন্তান অবসর জীবনে 11.05 কোটি টাকার বেশি রিটার্ন পাবে।
আরও পড়ুনঃ এক চার্জে চলবে ১০০ কিমি! সবথেকে সস্তার ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে
কেন এই স্কিমে বিনিয়োগ করবেন?
প্রথমত, এই স্কিমে স্বল্প বিনিয়োগই দীর্ঘমেয়াদে মোটা অংকের ফান্ডে পরিণত হচ্ছে। দ্বিতীয়ত, এটি সরকার সমর্থিত হওয়াই নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কারণ আপনার বিনিয়োগের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। তৃতীয়ত, শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এটি হতে পারে একেবারে সেরা বিকল্প। এর পাশাপাশি বাজার অনুযায়ী বিনিয়োগের কৌশল পরিবর্তনের সুযোগ থাকে। তাই যদি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজই এখানে বিনিয়োগ করুন এবং চিন্তা মুক্ত হন।