সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট সংস্থা আদানি গ্রুপ তরুণদের জন্য নিয়ে আসলো দারুণ সুযোগ। সংস্থার তরফ থেকে এবার হিউম্যান রিসোর্স ইন্টার্ন (Adani Group Internship 2026) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে আবেদন করলে প্রতি মাসে মোটা অংকের স্টাইপেন্ড পাওয়া যাচ্ছে। আর এখানে অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন চলছে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
আদানি গ্রুপ সম্পর্কে তথ্য
আদানি গ্রুপ ভারতের বহুমুখী ব্যবসায়িক গোষ্ঠী, যার আওতায় মোট দশটি তালিকাভুক্ত সংস্থা রয়েছে। শক্তি থেকে শুরু করে পরিবহন, পরিকাঠামো এবং লজিস্টিকস খাতে ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে গোষ্ঠীর কার্যক্রম রয়েছে। গুজরাটের আহমেদাবাদে প্রধান কার্যালয় অবস্থিত এই সংস্থার। তারা মূলত আন্তর্জাতিক মানের পরিষেবা দিয়ে থাকে। বিশেষ করে অবকাঠামগত উন্নয়নের দিক থেকে এই গ্রুপের ভূমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই সংস্থার তরফ থেকে ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
- পূর্ণ সময়ের জন্য অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ করতে উপলব্ধ থাকতে হবে।
- ১৬ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
- দুই মাস কাজ করার সুযোগ থাকতে হবে।
- মানব সম্পদ বিভাগে আগ্রহ এবং দক্ষতা থাকতে হবে।
কী কী দায়িত্ব সামলাতে হবে?
এই ইন্টার্নশিপে যুক্ত হলে ইন্টার্নদের যে দায়িত্বগুলি সামলাতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
- ট্যালেন্ট অ্যাকুইজিশন, ইন্ডাকশন এবং অনবোর্ডিং প্রক্রিয়ায় সহায়তা করতে হবে।
- দৈনন্দিন এইচআর অপারেশন সংক্রান্ত কাজ করতে হবে।
- এইচআর বিজনেস পার্টনারিং কাজকর্মে অংশগ্রহণ করতে হবে।
ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি দুই মাসের জন্য হবে। অর্থাৎ, দুই মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
স্টাইপেন্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধা
এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিলে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ড পাবে। পাশাপাশি সুপারিপত্র ও সার্টিফিকেট দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আরও পড়ুন: অনুরাধা নক্ষত্রে ভাগ্য বদলাবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৩ জানুয়ারি
আবেদন পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল সাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
Adani Group Internship: Apply Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।