মাসে মিলবে মোটা স্টাইপেন্ড! ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে Reliance

Reliance Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার মিডিয়া ব্রডকাস্টিং সেক্টরে যারা কেরিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে আসলো রিলায়েন্স ব্রডকাস্ট নেটওয়ার্ক লিমিটেড। জানা যাচ্ছে, ২০২৬ সালের জন্য তারা প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টার্ন নিয়োগের (Reliance Internship 2025) বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে আবেদন করলে প্রতি মাসে স্টাইপেন্ডে পাশাপাশি হাতে-কলমে শেখার অভিজ্ঞতা পাওয়া যাবে। আর সবথেকে বড় ব্যাপার, চাকরির সুবিধা পাওয়া যাবে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

রিলায়েন্স ব্রডকাট নেটওয়ার্ক লিমিটেড সম্পর্কে তথ্য

জানিয়ে রাখি, রিলায়েন্স ব্রডকাস্ট নেটওয়ার্ক লিমিটেড ভারতের সবথেকে বড় প্রাইভেট ব্রডকাস্টিং সংস্থা। এই সংস্থার রয়েছে জনপ্রিয় রেডিও নেটওয়ার্ক বিআই জিএফএম, যাদের সারা দেশে ৫৮টি স্টেশন রয়েছে। এমনকি এদের সম্প্রচার পৌঁছেছে ৪৫ কোটির বেশি শ্রোতার কাছে এবং ১২,০০০টির বেশি শহর ও ৫০,০০০গ্রামে। এই সংস্থার তরফ থেকে ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে আবেদন করতে গেলে প্রার্থীদের যে যোগ্যতাগুলি পূরণ করতে হবে সেগুলি হল—

  • ফুল টাইম অফিসে উপস্থিত থাকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে।
  • ১৬ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
  • ছয় মাস কাজ করতে ইচ্ছুক হতে হবে।
  • প্রার্থীদের মুম্বাইয়ের স্থানীয় বাসিন্দা হতে হবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক স্কিল ও অভিজ্ঞতা থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এই ইন্টার্নশিপে নির্বাচিত প্রার্থীদের যে দায়িত্বগুলি সামলাতে হবে সেগুলি হল—

  • কনটেন্ট চেক এবং প্রোডাক্ট টিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।
  • ফিচার ডেভেলপমেন্ট, ডেডলাইন ও টাস্ক ট্র্যাক করতে হবে।
  • ডকুমেন্টেশন এবং রিকোয়ারমেন্ট সাপোর্ট দিতে হবে।
  • অডিও, ভিডিও, লাইভ কন্টেন্ট এবং ইউজার জেনারেটেড কনটেন্ট সংক্রান্ত সাপোর্ট দিতে হবে।
  • কনটেন্টের চাহিদা, প্রোডাক্ট রূপান্তরে সাহায্য করতে হবে।
  • অ্যাপ বা প্ল্যাটফর্মগুলি পর্যবেক্ষণ করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ছয় মাসের জন্য হবে ট্রেনিং।  অর্থাৎ, ৬ মাস অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে হবে।

স্টাইপেন্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে ৬৫০০ টাকা থেকে ৭০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুন: উত্তরাষাঢ়া নক্ষত্রে জীবনে টাকার বর্ষা হবে ৫ রাশির! আজকের রাশিফল, ২১ ডিসেম্বর

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল সাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে দিতে হবে। তবে জানিয়ে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি, ২০২৬। তার মধ্যে আবেদন সারতে হবে।

Reliance Internship 2025: Apply Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment