সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য দারুণ সুখবর নিয়ে আসলো হাঙ্গামা। হ্যাঁ, ডিজিটাল এন্টারটেইনমেন্ট জগতে যারা চাকরি বা ইন্টার্নশিপের স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। সম্প্রতি হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর (Hungama Internship 2025) আয়োজন করা হয়েছে, যেখানে আবেদন করলেই মাসে মিলবে 15,000 টাকা। এমনকি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
হাঙ্গামা সংস্থা সম্পর্কে তথ্য
জানিয়ে রাখি, 1999 সালে প্রতিষ্ঠিত হওয়া হাঙ্গামা বর্তমানে দক্ষিণ এশিয়ার শীর্ষ ডিজিটাল এন্টারটেনমেন্ট কোম্পানি। ইন্টারনেটের বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি বিনোদন, প্রযুক্তির এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়েছে। আর এর জনপ্রিয় পরিষেবার মধ্যে রয়েছে Hungama Music। পাশাপাশি 190 টির বেশি দেশে এক বিলিয়নের বেশি মানুষের কাছে হাঙ্গামা পরিষেবা পৌঁছে দিয়েছে। এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে আবেদন করতে হলে প্রথমত, প্রার্থীদের ফুল-টাইম অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে। দ্বিতীয়ত, 10 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবরের মধ্যে ট্রেনিংয়ে যোগ দিতে হবে। তৃতীয়ত, ছয় মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে এবং নয়ডার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি কাস্টমার সাপোর্ট ও সিআরএম সফটওয়্যারের দক্ষতা থাকতে হবে।
কী কী দায়িত্ব সামলাতে হবে?
এখানে ট্রেনিং নিলে অবশ্যই প্রার্থীদের কিছু দায়িত্ব সামলাতে হবে। যেমন কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, সিআরএম সিস্টেম ম্যানেজমেন্ট ও অপটিমাইজ করতে হবে। পাশাপাশি গ্রাহকদের ডেটা আপডেট রাখতে হবে। ফোন, ইমেইল বা চ্যাটের মাধ্যমে কাস্টমার সাপোর্ট করতে হবে এবং টিমের সঙ্গে সমন্বয় রেখে মাল্টি টাস্কিং সামলাতে হবে।
ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের নয়ডাতে অনুষ্ঠিত হতে চলেছে এবং ট্রেনিংটি 6 মাসের জন্য হবে। অর্থাৎ 6 মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
স্টাইপেন্ড অন্যান্য সুযোগ সুবিধা
এখানে ট্রেনিং মিলে প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে টেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আরও পড়ুনঃ “রাজি না হওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে…” যাদবপুরের মৃতা পড়ুয়ার বাবার বিস্ফোরক অভিযোগ
আবেদন পদ্ধতি
যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
উল্লেখ করার বিষয়, এখানে 10 অক্টোবরের মধ্যে আবেদন সেরে নিতে হবে। নাহলে আর আবেদন করা যাবে না।
আবেদন করুন- Apply Now