সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, এবার Zomato-র তরফ থেকে এমন এক ইন্টার্নশিপ ট্রেনিং-এর (Zomato Internship Training 2025) আয়োজন করা হয়েছে, যেখানে আবেদন করলে প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ডের পাশাপাশি চাকরির সুযোগ পাওয়া যাবে। এমনকি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Zomato সংস্থা সম্পর্কে তথ্য
জানিয়ে রাখি, বিগত ১০ বছর ধরে Zomato শুধুমাত্র রেস্টুরেন্ট সার্চ প্ল্যাটফর্ম বলা চলে না, বরং এটি গ্লোবাল ফুড টেক কোম্পানি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। এরা মেনু অপটিমাইজেশন থেকে শুরু করে রেস্টুরেন্ট পার্টনারশিপ, কনটেন্ট এবং কাস্টমার এক্সপেরিয়েন্সের দিক থেকে নজর রাখে। এই কোম্পানির তরফ থেকেই ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবে?
এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে, যেগুলি পূরণ করলেই আবেদন করা যাবে। সেগুলি হল—
- আবেদনকারীকে অবশ্যই ফুল টাইম কাজের জন্য উপলব্ধ থাকতে হবে, তাও অফিসে উপস্থিত থেকে।
- ১২ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে জয়েন করতে হবে।
- ২ মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
- গুয়াহাটির স্থায়ী বাসিন্দা হতে হবে।
- মেনু ডিজাইনিং, ব্র্যান্ড টোন, ভিজ্যুয়াল কন্টেন্টে আগ্রহ ও দক্ষতা থাকতে হবে।
কী কী দায়িত্ব সামলাতে হবে?
এখানে নিযুক্ত হলে প্রার্থীদের টিম রেস্টুরেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজারদের সঙ্গে কাজ করতে হবে। মূল দায়িত্বগুলির মধ্যে রয়েছে—
- মেনু বিশ্লেষণ করতে হবে, ছবি এবং লেআউট ও ব্র্যান্ড উপযোগী তৈরি করে তুলতে হবে।
- রেস্টুরেন্টের কম্বো, সিজনাল আইটেম ব্যবহার করে মেনু কাঠামো কার্যকর করতে হবে।
- ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উন্নত করে কনটেন্ট টিমের সঙ্গে কাজ করতে হবে।
- রেস্টুরেন্টের সঙ্গে সমন্বয়ে রেখে ডায়েটারি ট্যাগ সংগ্রহ করতে হবে।
ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ
যেমনটা জানা যাচ্ছে, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি দুই মাসের জন্যই হবে। অর্থাৎ, দুই মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
বেতন কাঠামো
এখানে নিযুক্ত হলে প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলো চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদন পদ্ধতি
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—
- প্রথমে আমাদের প্রতিবেদনের নীচে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করতে হবে।
- এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর আবেদনপত্রটি ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
- সবশেষে ফি দিয়ে সাবমিট করে দিতে হবে।
আরও পড়ুনঃ মেয়ের ২১ বছর বয়স হলে মিলবে ৭২ লক্ষ টাকা! বিনিয়োগ করুন কেন্দ্রের এই স্কিমে
বলার বিষয়, এখানে আবেদন করার শেষ তারিখ আগামী ১৩ ডিসেম্বর। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
Zomato ইন্টার্নশিপে আবেদন করুন- Click Here
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।