মাসে মিলবে ১৫,০০০! ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে রিলায়েন্স ব্রাঞ্চ লিমিটেড

Reliance Brands Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সবথেকে বড় কর্পোরেট সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্রুপের রিলায়েন্স ব্রাঞ্চ লিমিটেড এবার তরুণদের জন্য নিয়ে আসলো বিরাট সুযোগ। হ্যাঁ, ২০২৬ সালের জন্য মার্কেটিং ইন্টার্ন নিয়োগের (Reliance Brands Internship 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রার্থীরা সর্বোচ্চ ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে এবং চাকরির সুযোগও দেওয়া হবে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

রিলায়েন্স ব্রাঞ্চ লিমিটেড সম্পর্কে তথ্য

বলে রাখি, রিলায়েন্স ব্রাঞ্চ লিমিটেড ইন্ডাস্ট্রিজ গ্রুপের একটি শাখা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যারা বিশ্বের Fortune Global 500 তালিকায় স্থান পেয়েছে। আর ভারতীয় সংস্থাগুলির মধ্যে লাভের নিরিখে তারা শীর্ষে রয়েছে। এদের যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে। বর্তমানে সংস্থাটি ৫০টির বেশি আন্তর্জাতিক এবং প্রিমিয়াম ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। আর এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে আবেদন করতে গেলে ফুল-টাইম অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে হবে। পাশাপাশি ৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারির মধ্যে কাজ শুরু করতে হবে। এমনকি টানা ৬ মাস কাজ করার আগ্রহ থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে নির্বাচিত ইন্টার্নদের যে সমস্ত দায়িত্ব সামলাতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • মার্কেটিং ক্যাম্পেইন পরিকল্পনা এবং বাস্তবায়নের সহায়তা করতে হবে।
  • সোশ্যাল মিডিয়া কনটেন্ট শিডিউল এবং পারফর্মেন্স ট্র্যাক করতে হবে
  • মার্কেট রিচার্স এবং প্রতিযোগী বিশ্লেষণ করতে হবে।
  • সাপ্তাহিক রিপোর্ট ড্যাশবোর্ড এবং অ্যানালিটিক্স তৈরি করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

জানা যাচ্ছে, এই ইন্টার্নশিপটি মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংয়ের মেয়াদ হবে ৬ মাস। অর্থাৎ ৬ মাস অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে হবে।

স্টাইপেন্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকার স্টাইপেন্ড দেওয়া হবে। সাথে ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলো চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুন: বৃষ রাশির রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর? জানুন স্বাস্থ্য, প্রেম ও প্রতিকার

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

তবে উল্লেখ করার বিষয়, এখানে আবেদন করার শেষ তারিখ ৪ জানুয়ারি, ২০২৬। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Reliance Brands Internship: Apply Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment