সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য দারুণ সুখবর। দেশের অন্যতম বড় অনলাইন ফার্মেসি কোম্পানি PharmEasy এবার ইন্টার্নশিপের (PharmEasy Internship 2025) অফার নিয়ে এসেছে। জানা গিয়েছে, যারা ডিজিটাল মার্কেটিং বা SEO নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ। কারণ এখানে প্রতি মাসে নির্বাচিত ইন্টার্নদের 15,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করানো হবে।
কিন্তু কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা পূরণ করতে হবে, কী কী দায়িত্ব সামলাতে হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, কোথায় ট্রেনিং হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
PharmEasy সম্পর্কে তথ্য
2015 সালে মুম্বাই থেকে PharmEasy কোম্পানিটি যাত্রা শুরু হয়েছিল। ধার্মিল শেঠ ও ধবল শাহ মিলে তৈরি করেছিল এই অনলাইন ফার্মেসি, যেখান থেকে ওষুধ, ডায়াগনস্টিক টেস্ট বা টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যায়। জানা গিয়েছে, 2021 সালে মেট তাঁরা Medlife-কে অধিগ্রহণ করেছিল। আর বর্তমানে এটি একটি নামজাদা সংস্থা। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবে?
যেমনটা জানানো হয়েছে, এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য সম্পূর্ণ অফিসে উপস্থিত থেকে কাজ করতে উপলব্ধ থাকতে হবে। দ্বিতীয়ত, 8 জুলাই থেকে 12 আগস্টের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে। এর পাশাপাশি ছয় মাস নিরাবিচ্ছিন্ন সময় দিতে হবে এবং SEO বা ডিজিটাল মার্কেটিং-এ আগ্রহী থাকতে হবে।
কী কী দায়িত্ব সামলাতে হবে?
যারা এই ইন্টার্নশিপে নিযুক্ত হবে, তাদেরকে কিছু দায়িত্ব সামলাতে হবে। প্রথমত কিওয়ার্ড রিসার্চ ও বিশ্লেষণ করে ওয়েব কন্টেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয়ত, SEO প্রয়োগ করে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করতে হবে। তৃতীয়ত, গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে ট্র্যাফিক বা পারফরম্যান্স মডেলিং করতে হবে। এর পাশাপাশি মার্কেটিং টিমের সঙ্গে SEO ভিত্তিক কন্টেন্ট প্ল্যানিং করতে হবে এবং পারফরম্যান্স রিপোর্ট ও ইনসাইট প্রদান করতে হবে।
ট্রেনিং-র স্থান ও মেয়াদ
জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি ছয় মাসের জন্য হবে। অর্থাৎ, 6 মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
স্টাইপেন্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধা
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 12,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরি আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আরও পড়ুনঃ SSC-র নয়া পরীক্ষার বিজ্ঞপ্তির বিরুদ্ধে সব মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন পদ্ধতি
যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
এক্ষেত্রে বলে রাখি, এই ইন্টার্নশিপে আবেদন করার শেষ তারিখ 7 আগস্ট, 2025। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
আবেদন করুন- Click Here