মাসে মিলবে ২০,০০০! ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে Crompton, চাকরির খবর

Crompton Greaves Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরির বাজারের অনিশ্চয়তার মধ্যে দারুণ সুখবর নিয়ে আসলো ক্রম্পটন। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি যদি নামিদামি কোনো সংস্থায় কাজ শেখা সুযোগ পান এবং ভবিষ্যতে চাকরির নিশ্চয়তা চান, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। কারণ এই সংস্থা এবার মানবসম্পদ বিভাগে বিনামূল্যে ইন্টার্নশিপের (Crompton Greaves Internship 2025) আয়োজন করেছে। 

তবে কারা আবেদন করতে পারবেন, কী কী দায়িত্ব সামলাতে হবে, যোগ্যতা কী লাগবে, কোথায় ট্রেনিং হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ক্রম্পটন সংস্থা সম্পর্কে তথ্য

জানিয়ে রাখি, ক্রম্পটন গ্রিভস ভোক্তা সামগ্রী প্রস্তুতকারক হিসেবে দীর্ঘদিন ধরেই বাজারের শীর্ষস্থানে অবস্থান করছে। ফ্যান, লাইট, পাম্প থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার, পোস্টার সবকিছুতেই এই ব্রান্ডের জুরিমেলা ভার। গোয়া থেকে শুরু করে ভদোদড়া, আহমেদনগর ও বাড্ডিতে রয়েছে এদের মূল উৎপাদন কেন্দ্র। আর গোটা দেশে প্রায় 1.5 লক্ষের বেশি খুচরা দোকানের মাধ্যমে এদের পণ্য বিক্রি হয়।

কারা আবেদন করতে পারবেন?

এখানে আবেদন করতে গেলে অবশ্যই প্রার্থীদের মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি ফুলটাইম অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে উপলব্ধ থাকতে হবে এবং 11 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে। এর পাশাপাশি ছয় মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।

ইন্টার্নদের দায়িত্ব ও ভূমিকা

এখানে যারা ইন্টার্নশিপ ট্রেনিং নেবে, তাদেরকে অবশ্যই স্বাস্থ্য বীমা সংক্রান্ত প্রশ্নের ফোনো ও ইমেলের মাধ্যমে উত্তর দিতে হবে। পাশাপাশি হেল্পডেস্ক পরিচালনা করে। নির্দিষ্ট সময়ে সমস্যা সমাধান করতে হবে। অফিশিয়াল ইমেলের মাধ্যমে স্পষ্ট ও সহজ তথ্য প্রদান করতে হবে। এমনকি এক্সেল ব্যবহার করে কর্মীদের রেকর্ড ম্যানেজ করতে হবে। 

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি ছয় মাসের জন্য হবে। আর এই ছয় মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন অফিসে উপস্থিত থেকে সময় দিতে হবে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে যারা ট্রেনিং নেবেন বলে ভাবছেন, তাদেরকে প্রতি মাসে 15,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। এমনকি ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র প্রদান করা হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুনঃ চাকরির দাবিতে ফের সল্টলেকে বিক্ষোভ TET উত্তীর্ণদের! পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ একাধিক

আবেদন পদ্ধতি

যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে। 

উল্লেখ্য, এখানে আবেদন করার শেষ তারিখ 12 সেপ্টেম্বর, 2025। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

আবেদন করুন- এখানে ক্লিক করুন

Leave a Comment