মাসে মিলবে ২০,০০০! ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে Cars24

Cars24 Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা অটোমোবাইল সেক্টরে কেরিয়ার গড়তে চান, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। সম্প্রতি Cars24 এর তরফ থেকে বিনামূল্যে ইন্টার্নশিপের (Cars24 Internship 2025) আয়োজন করা হয়েছে, যেখানে প্রতি মাসে ২০,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড মিলছে। সবথেকে বড় ব্যাপার, এখানে নূন্যতম শিক্ষগত যোগ্যতায় চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি পড়ুন।

Cars24 সংস্থা সম্পর্ক তথ্য

বলে রাখি, Cars24 প্রযুক্তি নির্ভর একটি অটোমোবাইল প্ল্যাটফর্ম। এরা পুরনো গাড়ি কেনাবেচার প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে। হ্যাঁ, গাড়ির অবস্থা, মডেল বা রেজিস্ট্রেশন কোনওকিছুই এদের কাছে বাধা নেই। বর্তমানে Cars24 প্রতি মাসে হাজার হাজার গাড়ি লেনদেন করে থাকে এবং ইউজড কার ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় ও দ্রুত গতিতে বেড়ে ওঠা সংস্থার মধ্যে একটি। আর দেশের ১১টি বড় শহরে ৫৪টির বেশি শাখা রয়েছে এদের। এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবে?

এই ইন্টার্নশিপে আবেদন করতে গেলে প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, ফুল টাইম ইন্টার্নশিপ করতে উপলব থাকতে হবে। দ্বিতীয়ত, ৯ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে। তৃতীয়ত, তিন মাস সময় দিতে হবে। এছাড়া উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রয়োজনীয় স্কিল এবং অটোমোবাইল সেক্টরে আগ্রহ থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এই ইন্টার্নশিপে নিযুক্ত হলে প্রার্থীদের যে দায়িত্বগুলি সামলাতে হবে সেগুলি হল—

  • গ্রাহকদের গাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
  • গ্রাহকদের প্রয়োজন বুঝে উপযুক্ত গাড়ি কেনার পরামর্শ দিতে হবে।
  • টেস্ট ড্রাইভের আয়োজন করতে হবে।
  • লিড জেনারেশন ফলোআপ এবং কনভারশনে সাহায্য করতে হবে
  • লোন, ইন্সুরেন্স, ওয়ারেন্টি ইত্যাদি ভ্যালু অ্যাড সার্ভিস প্রমোট করতে হবে।
  • গাড়ি ডেলিভারি এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন করতে হবে।

কত টাকা স্টাইপেন্ড মিলবে?

এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিলে প্রতি মাসে ১৫,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। সাথে সার্টিফিকেট এবং সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপটি ভারতের উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি তিন মাসের জন্য হবে। অফিসে উপস্থিত থেকেই এই ট্রেনিং নিতে হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিতে হবে।

উল্লেখ্য, এখানে আবেদন করার শেষ তারিখ ৮ জানুয়ারি, ২০২৬। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

আরও পড়ুন: মেষ রাশির রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর, জানুন স্বাস্থ্য, প্রেম ও প্রতিকার

Cars24 Internship 2025: Apply Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment