সৌভিক মুখার্জী, কলকাতা: ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুযোগ নিয়ে আসলো কোটাক চেরি। আধুনিক ফিনটেক প্রতিষ্ঠানের কাজের স্বপ্ন তো অনেকেই দেখেন। তবে যদি ডিজাইনের প্রতি আগ্রহ থাকে, তাহলে এদের তরফ থেকে যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর (Kotak Cherry Internship 2025) আয়োজন করা হয়েছে, সেটি হতে পারে সুবর্ণ সুযোগ। জানা যাচ্ছে, এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে ২৫,০০০ টাকা করে স্টাইপেন্ড মিলবে। বিস্তারিত জানতে হলে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।
কোটাক চেরি সংস্থা সম্পর্কে তথ্য
বলে রাখি, চেরি শুধুমাত্র কেবল অ্যাপ নয়, বরং এটি আধুনিক বিনিয়োগকারীদের জন্য একটি সম্পূর্ণ প্ল্যাটফর্ম বলা চলে। স্টক থেকে শুরু করে বন্ড, মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড, সব জায়গায় এরা সুবিধা দেয়। কোটাক গ্রুপের বিশ্বাসযোগ্যতা তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয়। এদের তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে আবেদন করতে গেলে প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- অবশ্যই ফুল-টাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ করার জন্য উপলব্ধ থাকতে হবে।
- ২১ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
- ৬ মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
- UI/UX ডিজাইন সম্পর্কে স্কিল থাকতে হবে।
- যাদের ডিজাইন, প্রোডাক্ট, থিঙ্কিং বা ক্রিয়েটিভ সলিউশন নিয়ে আগ্রহ রয়েছে তারা আবেদন করতে পারবে।
- যে সমস্ত মহিলারা পুনরায় কেরিয়ার শুরু করতে চায় তারাও আবেদন করতে পারবে।
কী কী দায়িত্ব সামলাতে হবে?
এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিলে যে দায়িত্বগুলি সামলাতে হবে সেগুলি হল—
- কোটাকের বিভিন্ন প্রোডাক্টের জন্য মোবাইল অ্যাপ ডিজাইন করতে হবে।
- প্রোডাক্ট টিম কী চাইছে, সেগুলি বুঝে ইউজার ফ্লো বানাতে হবে।
- প্রোটোটাইপ, গ্রাফিক্স ডিজাইন, ওয়ারফ্রেম তৈরি করতে হবে।
- ইঞ্জিনিয়ারিং টিম যে ফাইনাল আউটপুট তৈরি করবে, তার ডিজাইন সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কিনা সেগুলিকে যাচাই করতে হবে।
ট্রেনিং-এর স্থান ও মেয়াদ
জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ছয় মাসের জন্যই ট্রেনিং হবে। অফিসে উপস্থিত থেকে এই ট্রেনিং নিতে হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা
এখানে ট্রেনিং নিলে প্রতিমাসে ২৫,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি ইন্টার্নশিপে শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে। যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদন পদ্ধতি
যোগ্য এবং আগ্রহীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
তবে বলে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ আগামী ২১ ডিসেম্বর, ২০২৫। তাই অবশ্যই সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
আরও পড়ুনঃ আটকে থাকা কেন্দ্রের ১০২১ কোটি টাকা পেল রাজ্যের অর্থ কমিশন! কোন কোন খাতে হবে ব্যয়?
Kotak Cherry Internship Apply Now- Click Here
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।