মাসে মিলবে ২৫,০০০! ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে Blinkit

Blinkit Internship 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা কর্পোরেট সেলস বা মার্কেটিং এর ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান, তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে আসলো Blinkit। ভারতের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট ডেলিভারি প্ল্যাটফর্ম Blinkit এবার সেলস এন্ড মার্কেটিং ইন্টার্ন পদে নিয়োগের (Blinkit Internship 2026) বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাচ্ছে, এবং দেওয়া হবে চাকরির সুযোগ। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

Blinkit সংস্থা সম্পর্কে তথ্য

Blinkit কমার্স প্রাইভেট লিমিটেড যেটি আগে Grofers নামে পরিচিত ছিল, সংস্থাটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। গুরগাঁও ভিত্তিক এই কোম্পানি মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রোসারি এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী দ্রুত ডেলিভারি দেয়। এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে প্রার্থীদের নিচের শর্তগুলো পূরণ করতে হবে—

  • ফুল টাইম ইন-অফিস ইন্টার্নশিপে কাজ করতে উপলব্ধ থাকতে হবে।
  • ২৩ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
  • ছয় মাসের জন্য সম্পূর্ণ উপলব্ধ থাকতে হবে।
  • সেলস এবং মার্কেটিং সংক্রান্ত দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।

আরও পড়ুন: শোভন যোগে পরিবারে শান্তি ফিরবে ৫ রাশির! আজকের রাশিফল, ৮ জানুয়ারি

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে নির্বাচিত ইন্টার্নদের যে দায়িত্বগুলি সামলাতে হবে সেগুলি হল—

  • অফলাইন মার্কেটিং অ্যাক্টিভেশনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
  • নির্দিষ্ট লোকেশনে প্রচারমূলক কর্মসূচি পরিচালনা করতে হবে।
  • ব্র্যান্ডিং এর পাশাপাশি গ্রাহক এনগেজমেন্ট বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে।
  • Blinkit অ্যাপ ইনস্টল এবং অর্ডার বাড়াতে হবে।
  • মাঠ পর্যায় থেকে প্রোডাক্ট ফিডব্যাক এবং ইনসাইট সংগ্রহ করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপটি ভারতের গুরগাঁও, দিল্লি এবং নয়ডাতে অনুষ্ঠিত হবে, এবং ট্রেনিং এর মেয়াদ হবে ৬ মাস। অর্থাৎ ৬ মাসের জন্য সময় দিতে হবে, তাও অফিসে উপস্থিত থেকে।

স্টাইপেন্ডের পরিমাণ

এখানে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা স্টাইপেন্ড পাবে। পাশাপাশি ট্রেনিং শেষ হলে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুন: শান্তিপুরে মূর্তি ভাঙচুর, বাংলাদেশকে ICC-র বয়ান…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৭ জানুয়ারি)

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল সাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

বলাবাহুল্য, এখানে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Blinkit Internship Official Website: Click Here

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

1 thought on “মাসে মিলবে ২৫,০০০! ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে Blinkit”

Leave a Comment