সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। সম্প্রতি র্যাপিডোর তরফ থেকে অন বোর্ডিং ইন্টার্ন নিয়োগের (Rapido Internship Training 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিনামূল্য ট্রেনিং দেওয়ার পাশাপাশি প্রতি মাসে ২৭ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। এমনকি আগ্রহী প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
Rapido-তে ইন্টার্নশিপ ট্রেনিং
র্যাপিডো মূলত বেঙ্গালুরু, কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, ভোপাল, ইন্দোর, হায়দ্রাবাদ, সুরাট, আহমেদাবাদ সহ মোট ৯৪টি ভারতীয় শহরে পরিষেবা প্রদান করে থাকে। আর এরা কম খরচে জ্বালানি সাশ্রয়ী পরিবহনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। অতিরিক্ত যানজটের কারণে যাত্রীরা যে সমস্যার সম্মুখীন হয়, তা মুকুব করে এই সংস্থা। আর এই কোম্পানির তরফ থেকেই এবার ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে মূলত সেই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন যাদের নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকবে—
- প্রথমত, প্রার্থীদের অফিসে উপস্থিত থেকে ফুল-টাইম ইন্টার্নশিপের জন্য উপলব্ধ থাকতে হবে।
- দ্বিতীয়ত, ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
- তৃতীয়ত, তিন মাসের জন্য সম্পূর্ণ উপলব্ধ থাকতে হবে।
- চতুর্থত, শুধুমাত্র জয়পুরের বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবে।
- এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।
ট্রেনিং কোথায় হবে আর কতদিনের ট্রেনিং?
র্যাপিডোর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই ট্রেনিংটি একমাত্র জয়পুর শহরে অনুষ্ঠিত হবে। আর ওখানে উপস্থিত থেকেই ট্রেনিং নিতে হবে। পাশাপাশি ট্রেনিংটি তিন মাসের জন্য হবে। আর থাকা-খাওয়া কোম্পানির তরফ থেকেই দেওয়া হবে।
স্টাইপেন্ড ও সুযোগ-সুবিধা
এখানে ট্রেনিং মিলে প্রতি মাসে ২০,০০০ টাকা থেকে ২৭,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। তবে স্থায়ী বেতন হবে ১৮,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা প্রতি মাসে। এছাড়া ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি ভবিষ্যতে কেরিয়ারের জন্য ল্কাজে আসবে।
আবেদন করবেন কীভাবে?
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে একটি অফিসিয়াল সাইটের লিংক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে আবেদন ফর্ম খুলে যাবে। সেটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিলেই হবে।
আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! স্টেট ব্যাঙ্কে ১০৩ শূন্যপদে স্পেশালিস্ট ক্যাডার নিয়োগ
উল্লেখ করার বিষয়, এখানে আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। তাই নির্দিষ্ট সময়সীমা মধ্যে আবেদন সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
Rapido Internship Training- Apply Now