মাসে মিলবে ৩০,০০০! ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে PharmEasy

PharmEasy Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি চাকরি কিংবা ভালো ইন্টার্নশিপ ট্রেনিং-এর সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ যদি মানবসম্পদ ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান, তাহলে সেই সুযোগ এনে দিয়েছে জনপ্রিয় হেলথটেক কোম্পানি PharmEasy। কারণ তারা এবার বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর (PharmEasy Internship 2025) আয়োজন করেছে এবং যেখানে ট্রেনিং নিলে প্রতি মাসে 25,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড মিলছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

PharmEasy সম্পর্কে কিছু তথ্য

PharmEasy ভারতের সবথেকে শীর্ষস্থানে অনলাইন ফার্মেসি। আর এখানে শুধুমাত্র ওষুধ কেনা নয়, বরং ডায়াগনস্টিক টেস্ট, টেলিমেডিসিন পরিষেবা, সবকিছুই পাওয়া যায়। 2015 সালের মুম্বাইয়ে ধর্মিল শেঠ ও ধবল শাহ এই সংস্থাটি চালু করেছিল এবং এই সংস্থার তরফ থেকেই বর্তমানে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এখানে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে, যারা ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে পারবে। পাশাপাশি 29 আগস্ট থেকে 3 অক্টোবর এর মধ্যে ট্রেনিং শুরু করতে পারবে এবং ৬ মাস উপলব্ধ থাকতে পারবে। শুধু তাই নয়, এখানে বেঙ্গালুরুর স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিলে প্রার্থীদের কিছু দায়িত্ব সামলাতে হবে। প্রথমত, নতুন কর্মীদের অন-বোর্ডিং প্রক্রিয়ায় সাহায্য করতে হবে। দ্বিতীয়ত, কর্মীদের এনগেজমেন্ট প্রোগ্রাম আয়োজন করে টিম কালচারকে আরো পাকাপোক্ত করতে হবে। তৃতীয়ত, কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে এবং সমস্যা সমাধান করতে হবে। এছাড়া এইচআর ডাটাবেস ম্যানেজমেন্ট কমপ্লায়েন্স প্রসেসে সহায়তা করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি ছয় মাসের জন্য হবে। ছয় মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে 25,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে সার্টিফিকেট ও লেটার অফ রিকমেন্ডেশন বা সুপারিশপত্র, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আবেদন করবেন কীভাবে?

এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

আরও পড়ুনঃ রাজস্থানে বাড়ি ভেঙে মৃত্যু পূর্বস্থলীর পরিযায়ী শ্রমিক ও তাঁর ৫ বছরের মেয়ের! আহত পাঁচ

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এখানে 1 অক্টোবরের মধ্যেই আবেদন সেরে নিতে হবে। তারপর আর আবেদন গ্রহণ করা হবে না। তাই যারা ইন্টার্নশিপ ট্রেনিং নিতে ইচ্ছুক এবং কেরিয়ার গড়তে চান, তারা অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

আবেদন করুন- ক্লিক করুন

Leave a Comment