মাসে মিলবে ৪০,০০০! ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে Cars24

Cars24 Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য সুখবর। আপনি যদি শিক্ষিত বা ফ্রেসার্স হন এবং গাড়ি শিল্পে কেরিয়ার গড়তে চান, তাহলে Cars24 আপনার জন্য সেই সুযোগ এনে দিয়েছে। কারণ এরা এবার বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং এর (Cars24 Internship 2025) আয়োজন করেছে, যেখানে ট্রেনিং দেওয়ার পাশাপাশি প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড মিলছে। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Cars24 সংস্থা সম্পর্কে তথ্য

বলে রাখি, Cars24 একটি প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম যা পুরনো গাড়ি বা নতুন গাড়ির রেজিস্ট্রেশন হোক কিংবা দুর্ঘটনাগ্রস্থ অবস্থা হোক, সেগুলোকে কিনে নেয়। প্রতিমাসে তারা হাজার হাজার গাড়ি ক্রয়-বিক্রয় করে এবং দেশব্যাপী ১১ টির বেশি শহরে ৫৪ টি শাখা রয়েছে। এদের তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হলে ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে হবে। পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে এবং তিন মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে। শুধু তাই নয়, প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে। এমনকি মহিলারাও আবেদন করতে পারবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে ট্রেনিং নিলে গ্রাহকদের সঙ্গে সংলাপ ও তাদের প্রয়োজন অনুযায়ী গাড়ির প্রস্তাব দিতে হবে। পাশাপাশি গ্রাহকদের বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে হবে, পরিষেবা প্রদান করতে হবে। এছাড়া গাড়ি ও সংশ্লিষ্ট পরিষেবা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনটি তিন মাসের জন্য হবে। অর্থাৎ তিন মাস দিল্লিতে উপস্থিত থেকেই ট্রেনিং নিতে হবে।

স্টাইপেন্ড অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রার্থীদের প্রতি মাসে ৪০ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এর পাশাপাশি ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আবেদন পদ্ধতি

যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে আমাদের প্রতিবেদনের নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর “Apply Now” অপশনটিতে ক্লিক করুন।
  • নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।
  • এরপর আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
  • সবশেষে সাবমিট করে দিন।

আরও পড়ুনঃ মার্ক জুকারবার্গের বিরুদ্ধেই মামলা করল মার্ক জুকারবার্গ! কারণ জানলে ভিমড়ি খাবেন

এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এখানে ১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। তারপরে আর আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করুন- Click Here

Leave a Comment