মাসে ১২,৫০০! ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে Bookmyshow

Bookmyshow Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: বুক মাই শো’র তরফ থেকে ইন-অফিস ইন্টার্নশিপ (Bookmyshow Internship 2025) প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেখানে আবেদন করলে পাওয়া যাচ্ছে প্রতি মাসে মোটা অংকের স্টাইপেন্ড। শুধু তাই নয়, এখানে চাকরির সুবিধাও দেওয়া হচ্ছে।  যারা বিনোদনের জগতে ঢুকতে চান, তাদের জন্য আজকের প্রতিবেদনটি।

তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, কী কী দায়িত্ব সামলাতে হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় ট্রেনিং হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

বুক মাই শো সংস্থা সম্পর্কে তথ্য

1999 সালে এই বিগ ট্রি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের মালিকাধীন সংস্থার তরফ থেকে বুক মাই শো কোম্পানিটি চালু করা হয়েছিল। প্রাথমিকভাবে অনলাইনে মুভি টিকিট বুকিং সাইট হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে গোটা দেশে 650টিরও বেশি শহরে বুক মাই শো লাইভ কনসার্ট, নাটক, খেলাধুলা আয়োজন করে থাকে। আর এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীর আবেদন করতে পারবে, যারা ফুল-টাইম অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে পারবে। দ্বিতীয়ত 29 জুলাই থেকে 2 সেপ্টেম্বরের মধ্যে ট্রেনিং শুরু করতে পারবে এবং 6 মাসের জন্য উপলব্ধ থাকতে পারবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এই ইন্টার্নশিপে নিযুক্ত হলে প্রার্থীদের কিছু দায়িত্ব সামলাতে হবে। প্রথমত নতুন ইভেন্ট ও কার্যক্রমের জন্য সম্ভাব্য ব্যবসায়িক সুযোগগুলিকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ইভেন্ট প্ল্যানারদের সহযোগিতা এবং নিয়মিত ক্লায়েন্ট সাপোর্ট প্রদান করতে হবে। তৃতীয়ত, নতুন ইভেন্টে ক্লায়েন্টদের অনবোর্ডিং প্রক্রিয়ায় সহায়তা করতে হবে। এর পাশাপাশি মার্কেটিং টিমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।

ইন্টার্নশিপের অবস্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের নয়ডাতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি 6 মাসের জন্য হবে। অর্থাৎ, 6 মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে অফিসে উপস্থিত থেকে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে প্রার্থীদের 12,500 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুনঃ হাইওয়েতে আচমকা ব্রেক গাড়ির, ধাক্কা দিয়ে পা হারালেন বাইক চালক! দোষ কার?

আবেদন পদ্ধতি

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ 8 আগস্ট, 2025। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

Leave a Comment