মাসে ৫০০০ টাকা বিনিয়োগে অবসর জীবনে ৩.৫ কোটি রিটার্ন! দেখুন EPF-র হিসেব

EPF Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: অবসরের পর আর্থিক নিশ্চয়তা চাইলে এখন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। অনেকেই মনে করে যে, মাসে মাত্র কয়েক হাজার টাকা জমিয়ে মোটা অংকের টাকা সঞ্চয় করা যায় না। তবে কর্মচারী ভবিষ্যৎ নিধি স্কিম (EPF Scheme) প্রমাণ করছে যে, ছোট ছোট সঞ্চয় করেই ভবিষ্যতে মোটা অংকের টাকা জমানো যায়।

ইপিএফ কী এবং কেন গুরুত্বপূর্ণ?

প্রসঙ্গত জানিয়ে রাখি, ইপিএফ হল কেন্দ্রীয় সরকারের অবসরকালীন সঞ্চয় প্রকল্প, যা মূলত EPFO পরিচালনা করে। আর এখানে কর্মী এবং নিয়োগকর্তা, দুজনেরই বেতনের অংশ জমা রাখা হয়। হ্যাঁ, এখানে কর্মীরা জমা রাখে বেসিক বেতনের 12%, আর নিয়োগকর্তা জমা রাখে বেসিক বেতনের 12%। তবে এর মধ্যে 8.33% পেনশন স্কিমে যায় আর বাকি 3.67% যাই ইপিএফ অ্যাকাউন্টে। ফলে সঞ্চয়, পেনশন ও বীমার সুবিধা, সবকিছুই মেলে।

এবার ধরুন, কোনও কর্মীর মাসিক বেতন 64 হাজার টাকা। এর মধ্যে তার বেসিক বেতন দাঁড়াল 31,900 টাকা। এবার কর্মী অবদান রাখছে 12% অর্থাৎ 3828 টাকা, আর নিয়োগকর্তা অবদান রাখছে 3.67%, অর্থাৎ 1172 টাকা। সেক্ষেত্রে মোট জমা দাঁড়াবে প্রতিমাসে 5000 টাকা। 

ছোট সঞ্চয়ে বিশাল তহবিল

ধরুন, কোনও কর্মী 25 বছর বয়সে কাজ করছে এবং তিনি 58 বছর বয়স পর্যন্ত নির্দিষ্ট অংকের টাকা জমা রাখলেন। অর্থাৎ মোট 33 বছর অবদান রাখলেন। সেক্ষেত্রে প্রতি বছর বেতনের সঙ্গে 10% বৃদ্ধি পাবে এবং ইপিএফ অ্যাকাউন্টে 8.5% হারে সরকারি সুদ জমা হবে। ফলে অবসরের সময় তার হাতে আসবে 3.5 কোটি টাকার বিরাট তহবিল। এর মধ্যে নিজের বিনিয়োগ থাকবে মাত্র 1.33 কোটি টাকা আর বাদবাকি সব সুদের কামাল।

পেনশনে বাড়তি সুবিধা

উল্লেখ্য, ইপিএফ-এর পাশাপাশি EPS থেকে অবসর পরবর্তী সময় পেনশনে পাওয়া যায়। হ্যাঁ, বর্তমানে নূন্যতম 1000 টাকা পেনশন মিলছে এখানে। তবে জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই এই পেনশনের পরিমাণ বাড়ানো হবে। অর্থাৎ, এক ধাক্কায় 7000 টাকা মতো করা হবে। তবে উল্লেখ্য, পেনশনের পরিমাণ আপনার বেতন এবং চাকরির সময়সীমার উপর নির্ভর করবে। 

আরও পড়ুনঃ কাজিরাঙার সবথেকে বয়স্ক হাতিনী মোহনমালার মৃত্যু, চোখের জলে জানানো হল শেষ বিদায়

যেহেতু এটি সরকার সমর্থিত স্কিম, তাই এখানে টাকা কোনোরকম ঝুঁকির প্রশ্ন থাকে না। এমনকি এখানে বাজারের ওঠানামারা কোনো প্রভাব পড়ে না আর অবসরের সময়ে নির্ভরযোগ্য অর্থনৈতিক সুরক্ষা দেয় এই স্কিম। তাই ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তিত থাকেন, তাহলে আজ থেকেই এখানে বিনিয়োগ এবং চিন্তামুক্ত হন।

Leave a Comment