সৌভিক মুখার্জী, কলকাতা: যারা কর্পোরেট সেক্টরে কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য দারুণ সুযোগ আনল দেশের অন্যতম জনপ্রিয় ক্যাব সার্ভিস প্ল্যাটফর্ম র্যাপিডো। এবার সংস্থাটি ২০২৫ সালের জন্য বিজনেস অপারেশন্স ইন্টার্ন নিয়োগের (Rapido Internship Training 2025) ঘোষণা করেছে, যেখানে প্রতি মাসে ২৫,০০০ টাকা স্টাইপেন্ডের পাশাপাশি মিলবে অন্যান্য সুযোগ-সুবিধা। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Rapido সংস্থা সম্পর্কে তথ্য
জানিয়ে রাখি, Rapido বর্তমানে ভারতের ৯৪টি শহরে পরিষেবা দিচ্ছে। এর মধ্যে কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদ, ইন্দোর, হায়দ্রাবাদ, ভোপালসহ বেশ কিছু শহরে রয়েছে। আর সাশ্রয়ী এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা তাদের মূল উদ্দেশ্য। অফিস টাইমে যানজট থেকে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এবং কম সময়ে গন্তব্যে পৌঁছনোর সুবিধা দেয় এই প্ল্যাটফর্ম। এদের তরফ থেকেই এবার বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- ফুল-টাইম অফিসে কাজ করার জন্য উপলব্ধ থাকতে হবে।
- ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে ট্রেনিং শুরু করতে হবে।
- ন্যূনতম তিন মাস কাজের জন্য উপলব্ধ থাকতে হবে।
- বিজনেস অপারেশন সম্পর্কে দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে।
কাজের দায়িত্ব
এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিলে প্রার্থীদের অবশ্যই কিছু দায়িত্ব ও সামলাতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাজার গবেষণা করে ট্রেন্ড, সুযোগ এবং প্রয়োজনীয় ইনসাইট বের করতে হবে। ক্যাপ্টেনদের সঙ্গে যুক্ত থেকে অপারেশনে সহযোগ করতে হবে এবং সিটি টিমের সঙ্গে কাজ করে দৈনিক ড্যাশবোর্ড বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি কর্মক্ষমতার ঘাটতি বিশ্লেষণ করে উন্নয়নের সুপারিশ করতে হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা
এখানে ট্রেনিং নিলে প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। সাথে সার্টিফিকেট এবং সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
কোথায় এই ট্রেনিং হবে?
জানা যাচ্ছে, এই ট্রেনিংটি অনুষ্ঠিত হবে ভারতের মুম্বাই শহরে এবং অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে হবে। আর ট্রেনিংটি তিন মাসের জন্য হবে। অর্থাৎ, তিন মাস সময় দিতে হবে।
আবেদন কীভাবে করবেন?
যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল সাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে।
আরও পড়ুন: 7,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা! বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে Realme 16 Pro+ 5G
বলে রাখি, এখানে আবেদনের শেষ তারিখ আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
Rapido Internship Training- Apply Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।