প্রীতি পোদ্দার, কলকাতা: SIR এর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR শুনানি। এনুমারেশন ফর্মে ত্রুটি পেলেই শুনানিকেন্দ্রে ডাক পড়ছে নাগরিকদের। সাধারণ ভোটারদের পাশাপাশি সেই তালিকায় নাম উঠে এসেছে তারকাদের নাম। অনির্বাণ ভট্টাচার্য, দীপক অধিকারী ওরফে দেব এবং আরও অনেকে। এবার সেই তালিকায় নাম উঠে এল বাঙালির গর্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেনের (Amartya Sen) নাম। বোলপুরের বাড়িতে পাঠানো হল নোটিস।
অমর্ত্য সেনকে পাঠানো হল নোটিস
রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ বুধবার সকালে এসআইআরের শুনানি সংক্রান্ত নোটিস নিয়ে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাসভবন ‘প্রতীচী’তে যান সংশ্লিষ্ট এলাকার বিএলও সোমব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন আরও দু’জন। ওই নোটিসে লেখা ছিল যে, “প্রবাসী ভারতীয় অমর্ত্যের গণনাপত্রে কিছু তথ্যগত ভুল রয়েছে। তাঁর ঘোষণা অনুযায়ী, তাঁর সঙ্গে বাবা অথবা মায়ের বয়সের পার্থক্য ১৫ বছর। যা সাধারণত প্রত্যাশিত নয়। তাই এসআইআরের ভোটার তালিকার প্রেক্ষিতে নথিপত্রের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। এ জন্য আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টায় অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে শুনানি করা হবে।” এর জন্য যাবতীয় নথিপত্র জোগাড় করে রাখতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ‘জমি অধিগ্রহণ, NOC, টেন্ডার নেই!’ হবে না গঙ্গাসাগর সেতু? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
কী বলছেন অমর্ত্য সেনের ভাই?
অমর্ত্য সেনকে দেওয়া এই নোটিস নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তরজা। তবে এদিন SIR শুনানির নোটিস দেওয়ার সময় অমর্ত্য সেন ছিলেন না, কর্মসূত্রে আমেরিকার বোস্টন শহরে থাকায়, তাঁর SIR এর নোটিস তাঁর ভাই শান্তভানু সেন নিয়েছেন। তিনি বলেন, ‘‘সকলে জানেন অমর্ত্য সেন কে। এত বয়স্ক একজন মানুষকে শুধু শুধু হ্যারাস করার চেষ্টা। আর কী বলব! আইনজীবীর সঙ্গে কথা বলে নোটিস রিসিভ করেছি।’’ প্রতীচী বাড়ির দায়িত্বে থাকা গীতিকন্ঠ মজুমদার জানান, ”অমর্ত্য সেনের সমস্ত যাবতীয় কাগজপত্র আমাদের কাছে রয়েছে। আমরা কাগজপত্র দিয়ে সহযোগিতা করব। কোন সমস্যা হওয়ার কথা নয়।”
আরও পড়ুন: টিসি দিতে ৩০০ টাকা! হাবড়ার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
প্রসঙ্গত, মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআরের নোটিস পাঠিয়েছে কমিশন। তিনি জনসভায় বলেন, “বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, তাঁকে হিয়ারিং নোটিস পাঠিয়েছে। মহম্মদ শামি, যে বিশ্বকাপ খেলে বিশ্বকাপ জিতেছে, তাকেও এসআইআরের নোটিস পাঠিয়েছে। নোটিস পাঠিয়ে আনম্যাপ করার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, তাদের বাংলা থেকে আনম্যাপ করে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।” কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল তখনও অমর্ত্য সেনকে কোনো নোটিস পাঠানো হয়নি। এক আধিকারিক জানিয়েছেন, আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট জেরক্স কপি পেলেই সমস্যা সমাধান হয়ে যাবে।
Been messing around on 52bet1 for a bit. Seems like a reliable spot with some good odds. Might be my new go-to. You can try it out here: 52bet1.