সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছরে নিজের ভক্তদের দারুণ সুখবর দিলেন ভজন গায়িকা অদিতি মুন্সি। মা হলেন অদিতি মুন্সি (Aditi Munshi)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিগত কয়েক মাসে টলিউড থেকে শুরু করে বলিউডের বহু নায়ক নায়িকার ঘরে এসেছে নতুন খুদে সদস্য। এবার সেই ক্লাবেই যোগ দিলেন গায়িকা এবং বিধায়ক অদিতি মুন্সি। নিশ্চয়ই ভাবছেন শিল্পীর ঘরে ছেলে না মেয়ে হল? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
পুত্র সন্তানের মা হলেন অদিতি মুন্সি
জানা গিয়েছে, ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শিল্পী অদিতি মুন্সি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিগত বেশ কিছু মাস ধরে তিনি মাতৃকালীন ছুটিতে ছিলেন। অবশেষে নতুন বছরের প্রথম মাসেই এল বিরাট সুখবর। এদিকে এই খবর চাউর হতেই শিল্পীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। অদিতি মুন্সি বরাবর নিজের কন্ঠ, সদাহাস্য চেহারা এবং নিজের কথা বলার ধরণ দিয়ে মানুষের মন জয় করেছেন। তাঁর গানের গলা এতটাই ভালো যে একবার শুনলে মনে হবে বারবার শুনি।
আরও পড়ুনঃ বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড! কেমন আছেন তিনি?
জানা গিয়েছে, আজ ১১ জানুয়ারি সকাল ১০ টা নাগাদ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অদিতি। উল্লেখ্য, অদিতিকে শেষ দেখা গিয়েছিল জি বাংলা সোনার চ্যানেলে একটি গানের অনুষ্ঠানের বিচারকের ভূমিকায়। তবে শেষ কয়েক মাস তাঁকে আর কোথাও তেমন উল্লেখযোগ্যভাবে দেখা যায়নি। সকলেই প্রশ্ন তুলছিলেন, হঠাৎ কোথায় উবে গেলেন শিল্পী? তবে আর রাকঢাক না রেখে জানা গেল মা হয়েছেন তিনি।
অদিতি মুন্সির রাজনীতি ও সঙ্গীত জীবন
শুধুমাত্র নিজের গানের জন্য নয়, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও বেশ নাম কুড়িয়েছেন। তাঁর স্বামীও রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। সংসার, সঙ্গীত জগতের পাশাপাশি সমান তাহলে সামলেছেন রাজনীতির মঞ্চ। এছাড়াও মূল কথা ও সুরকে স্থির রেখে কীর্তনকে নিয়ে নানা এক্সপেরিমেন্ট করেন অদিতি । তাঁর সাম্প্রতিক সংযোজন বাংলা কীর্তনে ইংরেজি শব্দের প্রয়োগ, যা ইতিমধ্যেই শ্রোতার কাছে সমাদর পেয়েছে । অবশেষে বিয়ের সাত বছর পর এবার নিজের জীবনের নতুন শুরু করলেন অদিতি।