মিটবে টিকিট সমস্যা, একাধিক ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি দক্ষিণ পূর্ব রেলের, দেখুন তালিকা

SER Hikes Train Coaches

সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে যখন দুর্গাপুজো একদম দোরগোড়ায় রয়েছে এবং ট্রেনের টিকিট না পেয়ে হতাশায় ডুবে গিয়েছেন, তাহলে আর চিন্তা করার দরকার নেই। এর কারণ দক্ষিণ পূর্ব রেলের তরফে বহু ট্রেনের কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পুজোর সময়ে যাত্রীরা নিশ্চিত আসন পেতে সক্ষম হবেন। আর ওয়েটিং লিস্ট, RAC বা তৎকালের মতো সমস্যার সম্মুখীন হতে হবে না।

একাধিক ট্রেনের কোচ সংখ্যা বাড়াল রেল

এখানে জানিয়ে রাখা দরকার, একগুচ্ছ রুটে কিন্তু কোচের সংখ্যা বাড়ছে না। নির্দিষ্ট একটি রুটের বহু ট্রেনের কোচ সংখ্যা বাড়াতে চলেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কোন সেই রুট? তাহলে জানতে পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। সামনেই রয়েছে দুর্গাপুজো সহ বেশ কিছু উৎসব। আর এই উৎসবের সময়ে বহু মানুষ আছেন যারা দূর রাজ্য থেকে বাড়ি ফিরতে চান কিংবা কোথাও ঘুরতে যেতে চান। তবে ট্রেনের টিকিটের যেন আকাল পড়ে যায় এই সময়ে। মাথার চুল ছিঁড়লেও ট্রেনের নিশ্চিত আসনের টিকিট মেলে না। এহেন পরিস্থিতিতে সকলের কথা ভেবে খড়গপুর ডিভিশনে ৫ টি ট্রেনে কোচ সংখ্যা বাড়ানোর পথে হাঁটল রেল (SER Hikes Train Coaches)।

প্রসঙ্গত, এই লাইনে রিজার্ভেশনের বাড়বাড়ন্ত চাহিদার দিকে নজর রেখেই পদক্ষেপ। রেলের দাবি অনুযায়ী, বহু যাত্রীই এই লাইনে টিকিট কাটতে মুখিয়ে রয়েছেন। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আসনের চাহিদা। ফলে এই বিশেষ ডিভিশনে ট্রেনের কচ বাড়াতে চলেছে রেল। তাহলে আর দেরি না করে জেনে নিন তালিকায় কোন কোন ট্রেন রয়েছে।

এক নজরে দেখে নিন ট্রেনের তালিকা

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জারি করা পোস্ট অনুযায়ী, আজ ১ আগস্ট থেকে ট্রেন নম্বর ১৮১০১ টাটানগর-জম্মু তাওয়াই এক্সপ্রেসে সংযুক্ত হবে ২ টি স্লিপার ক্লাস, আর তা করা হবে আজকের জন্য।

দক্ষিণ-পূর্ব রেল আরও জানিয়েছে, ট্রেন নম্বর ১২০৭৩/১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসে স্থায়ীভাবে একটি নন এসি চেয়ারকারে যুক্ত করা হবে। ফলত এই ট্রেনে বাড়বে আসন সংখ্যা।

পুরী-শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেসে একটি এসি থ্রি টিয়ার ইকোনমি কোচ যুক্ত করা হচ্ছে। আগস্ট মাসেই এই সুবিধা মিলবে। পুরী থেকে এটি টালু হবে ৪ আগস্ট ও শালিমার থেকে ঠিক তার পর দিন ৫ আগস্ট তা চালু হয়ে যাবে।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই DA মামলায় এল সুখবর, খুশিতে ডগমগ পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা

ট্রেন নম্বর ১২৮৯২ পুরী-বাংরিপোসি এক্সপ্রেসে একটি নন এসি চেয়ারকার যুক্ত করা হবে। আর তা হবে ১ অগস্ট থেকে। তা চলবে ৩১ অগস্ট পর্যন্ত। ১২৮৯১ বাংরিপোসি-পুরী এক্সপ্রেস চালু হবে ২ অগস্ট থেকে। তা চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

Leave a Comment