সৌভিক মুখার্জী, কলকাতা: স্বাধীনতা দিবসের আগে অনলাইন শপিং-এ আসছে আমূল পরিবর্তন। আমাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেল বর্তমানে রয়েছে চূড়ান্ত পর্যায়ে। জানা যাচ্ছে, আগামী 8 পর্যন্ত এই সেল চলবে, আর এই সেলে থাকবে একাধিক আকর্ষণীয় অফার। বিশেষ করে যারা নতুন স্মার্টফোন (Smartphone Offer) কেনার কথা ভাবছে, তাদের জন্য এই সেল হতে পারে সোনালী সোহাগা।
বাজারের মিড-রেঞ্জ সমস্ত ধরনের ফোনেই এবার অ্যামাজন বিরাট ছাড় দিচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা এমন পাঁচটি স্মার্টফোনের কথা বলব, যেগুলোতে 47,991 টাকা পর্যন্ত ছাড় মিলছে। সাথে থাকছে এক্সচেঞ্জ বোনাস, ইএমআই অপশন এবং ব্যাঙ্কের অফার। তো চলুন দেখে নেওয়া যাক তালিকা।
Samsung Galaxy M34 5G
এই ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের বাজার মূল্য 24,999 টাকা। বর্তমানে অ্যামাজনে এই ফোনটি অফারে পাওয়া যাচ্ছে মাত্র 18,999 টাকায়। এমনকি ইএমআই শুরু হচ্ছে প্রতি মাসে মাত্র 912 টাকা থেকে এবং এক্সচেঞ্জ করলে অফার পাওয়া যাবে 17,850 টাকা পর্যন্ত। শুধু তাই নয়, এসবিআই কার্ড দিয়ে পেমেন্ট করলে 1250 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। Samsung-র এই ফোনটিতে পাবেন শক্তিশালী ব্যাটারি, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা সাপোর্ট।
Realme Narzo 60 5G
Realme-র এই ফোনটির আসল দাম 19,999 টাকা। আর এই ফোনটি অফারে পাওয়া যাচ্ছে মাত্র 17,899 টাকায়। ইএমআই করলে মাত্র প্রতি মাসে 864 টাকা কিস্তি দিতে হবে। আর এক্সচেঞ্জ অফারেও এই ফোনের ভ্যালু দাঁড়াচ্ছে 17,000 টাকা। পাশাপাশি কুপনে অতিরিক্ত 1000 টাকা ছাড় মিলছে। যারা ডিজাইনের পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে সেরা বিকল্প।
Oppo A78 5G
এই ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজের মডেলটি বাজারে পাওয়া যাচ্ছে 21,999 টাকায়। কিন্তু এই ফোনের অফারে দাম দাঁড়িয়েছে মাত্র 18,999 টাকা। আর এই ফোনটির ইএমআই শুরু হচ্ছে মাত্র 912 টাকা প্রতি মাসে এবং এক্সচেঞ্জ অফারে মূল্য দাঁড়াচ্ছে 18,049 টাকা। পাশাপাশি কুপন কার্ডে অতিরিক্ত 1000 টাকা এবং এসবিআই ক্রেডিট কার্ডে 1000 টাকা পর্যন্ত ছাড় মিলছে।
Lava Agni 2 5G
দেশী সংস্থা Lava-র শক্তিশালী ফোনটিতে 8GB RAM ও 256GB স্টোরেজ রয়েছে। এই ফোনটির বাজার মূল্য 25,999 টাকা। আর অফারে পাওয়া যাচ্ছে মাত্র 21,999 টাকায়। পাশাপাশি ইএমআই শুরু হচ্ছে 1056 টাকা প্রতি মাসে এবং এক্সচেঞ্জ অফার দাঁড়াচ্ছে 20,550 টাকা পর্যন্ত। শুধু তাই নয়, এসবিআই ক্রেডিট কার্ডে পেমেন্ট করলেও 1000 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
আরও পড়ুনঃ টাকা পাঠালে লাগে না চার্জ, তবুও Google Pay ও PhonePe-র আয় ৫০৬৫ কোটি! কীভাবে?
Samsung Galaxy S20 FE 5G
Samsung-র এই ফোনটিতেও মিলছে বিরাট ছাড়। এই ফোনের বাজার মূল্য 74,990 টাকা। তবে অফারে দাঁড়াচ্ছে মাত্র 26,999 টাকা। অর্থাৎ, 64% ছাড় মিলছে এই ফোনটিতে। মাত্র 1296 টাকা ইএমআই দিয়ে ঘরে নিয়ে আসতে পারবেন এই ফোনটি। পাশাপাশি এক্সচেঞ্জ অফারে দাম দাঁড়াচ্ছে 24,300 টাকা। আর কুপন থাকলে অতিরিক্ত 1000 টাকা ছাড় মিলবে। যারা ক্যামেরা আর গেমিং-র জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য Samsung-র এই প্রিমিয়াম ফোনটি একেবারে সেরা বিকল্প।