সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চশিক্ষার পথে অনেক সময় অর্থাভাব বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তবে মেয়েদের এবার প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বিরাট উদ্যোগ নিল। হ্যাঁ, তারা চালু করেছে প্রগতি স্কলারশিপ 2025 (AICTE Pragati Scholarship 2025)।
জানা গিয়েছে এবছরের জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে, যেখানে আবেদন করার শেষ তারিখ 31 অক্টোবর। কিন্তু কারা এই স্কলারশিপের যোগ্য, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যায়, কীভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য এই প্রতিবেদনে জানিয়ে দেব।
মেয়েদের জন্য বিশেষ স্কলারশিপ
আসলে এই স্কলারশিপটি প্রযুক্তিগত শিক্ষায় ভর্তি হওয়া মেধাবী ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করা হয়েছে। মূলত প্রতি বছর 5 হাজার মেধাবী ছাত্রী এই সুযোগ পায়। সবথেকে বড় ব্যাপার, প্রতিটি ছাত্রীকে বছরে 50 হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এই স্কলারশিপের আওতায়, যেখানে টিউশন ফি থেকে শুরু করে বই, স্টেশনারি, কম্পিউটার, সফটওয়্যার খরচ মেলে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, নারীদের জ্ঞান, দক্ষতা আর আত্মবিশ্বাসের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার ভূমিকা অপরিসীম। আর সেই উদ্যোগে মেয়েদের জন্য শুধুমাত্র পড়াশোনা নয়, বরং এই স্কলারশিপ ভবিষ্যতে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বড়সড় ভূমিকা রাখবে।
তবে হ্যাঁ, এই স্কলারশিপের নিশ্চয়তা থাকছে মূলত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ছাত্রীদের জন্যই। বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জন্মু ও কাশ্মীর, লাদাখ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, পাশাপাশি লাক্ষাদীপ অঞ্চলে। এমনকি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ছাত্রীরা অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার প্রার্থীরা আবেদন করলেও এই স্কলারশিপ পাবে।
কারা আবেদন করতে পারবেন?
প্রথমত, স্কলারশিপে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে অবশ্যই AICTE অনুমোদিত কোনো প্রযুক্তিগত প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে অথবা ন্যাশনাল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হবে। পাশাপাশি একটি পরিবার থেকে সর্বাধিক দুটি মেয়ে এই সুবিধা নিতে পারবে আর পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং তার জন্য বৈধ আয়ের সার্টিফিকেট জমা দিতে হবে।
আরও পড়ুনঃ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার! অন্ধ্রপ্রদেশে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক
কীভাবে আবেদন করবেন?
যোগ্য মেয়েরা অনলাইনের মাধ্যমেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এর জন্য সরাসরি scholarships.gov.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে আবেদনের সময়সীমা 31 অক্টোবর, 2025। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সেরে নেবেন।