মিলছে ৯৬,০০০ টাকা পর্যন্ত ছাড়! একাধিক গাড়ির উপর নয়া অফার নিয়ে এল Maruti

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের গাড়ির বাজার এক প্রকার চমক দিচ্ছে। বিক্রির হার কম থাকায় বিভিন্ন অটো কোম্পানি এবার আকর্ষণীয় ছাড় ও অফারের দিকে পা বাড়িয়েছে। আর সেই তালিকায় শামিল হয়েছে জনপ্রিয়কারী গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)। 

হ্যাঁ, এবারের পুজোয় গ্রাহকদের মন জয় করতে তারা নিয়ে এসেছে নবরাত্রি অফার, যেখানে কয়েকটি মডেলে সর্বচ্চ 96,000 টাকা পর্যন্ত ছাড় মিলছে। কিন্তু এই অফার শুধুমাত্র 10 অক্টোবর পর্যন্তই চলবে। দেরি করলেই মিস। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন গাড়িতে ছাড় মিলছে এবং কত টাকা ছাড় মিলছে।

কোন কোন গাড়িতে ছাড় মিলছে?

মারুতির পক্ষ থেকে এবার অফারটি মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত কনজিউমার অফার, যেখানে নগদ ছাড় এবং পাঁচ বছরের ওয়ারেন্টি মিলছে। দ্বিতীয়ত এক্সচেঞ্জ অফার, যেখানে পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনলে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। তৃতীয়ত কর্পোরেট অফার, যেখানে কর্পোরেট কর্মীদের জন্য অতিরিক্ত 5000 টাকা পর্যন্ত ছাড় মিলছে।

এবার সেই সূত্র ধরে বিভিন্ন গাড়ির ছারের তালিকা মূলত নিম্নরূপ—

    • Alto (P) গাড়ির ক্ষেত্রে কনজিউমার অফারে ছাড় দেওয়া হচ্ছে 40,000 টাকা, এক্সচেঞ্জ অফারে ছাড় দেওয়া হচ্ছে 15,000 টাকা এবং কর্পোরেট অফারে ছাড় দেওয়া হচ্ছে 5000 টাকা। ফলে এই গাড়িতে মোট ছাড় দাঁড়াচ্ছে 60,000 টাকা। 
    • Alto K10 (P) গাড়ির ক্ষেত্রে কনজিউমার অফারে 35,000 টাকা, এক্সচেঞ্জ অফারে 15,000 টাকা এবং কর্পোরেট অফরে 5000 টাকা ছাড় মিলছে। অর্থাৎ, এই গাড়িতে মোট ছাড় মিলছে 55,000 টাকা। 
    • Swift (P) গাড়ির ক্ষেত্রে কনজিউমার অফারে 40,000 টাকা, এক্সচেঞ্জ অফারে 20,000 টাকা এবং কর্পোরেট অফারে 5000 টাকা মিলিয়ে মোট 65,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। 
    • Celerio (P) গাড়িতে কনজিউমার অফারে 35,000 টাকা, এক্সচেঞ্জ অফারে 20,000 টাকা এবং কর্পোরেট অফারে 5000 টাকা মিলিয়ে মোট 60,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। 
    • Eeco (7 Seater) গাড়িতে কনজিউমার অফারে 25,000 টাকা, এক্সচেঞ্জ অফারে 20,000 টাকা এবং কর্পোরেট অফারে 5000 টাকা মিলিয়ে মোট 50,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
    • Eeco (5 Seater) গাড়িতে কনজিউমার অফারে 15,000 টাকা, এক্সচেঞ্জ অফারে 20,000 টাকা এবং কর্পোরেট অফারে 5000 টাকা মিলিয়ে মোট 40,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। 
    • Dzire (P) গাড়িতে কনজিউমার অফারে 45,000 টাকা, এক্সচেঞ্জ অফারে 20,000 টাকা এবং কর্পোরেট অফারে 5000 টাকা মিলিয়ে মোট ছাড় দেওয়া হচ্ছে 70,000 টাকা।

ডিজেল মডেলে অতিরিক্ত সুবিধা

তবে হ্যাঁ, যারা মারুতি সুজুকির ডিজেল মডেল কিনতে আগ্রহী রয়েছেন, তাদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। কারণ Swift (D) গাড়িতে মোট 77,600 টাকা পর্যন্ত ছাড় মিলছে। পাশাপাশি Dzire (D) গাড়িতে মোট 83,900 টাকা এবং Vitara Brezza (D) গাড়িতে সবথেকে বেশি 96,100 টাকা পর্যন্ত ছাড় মিলছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে সরকারি চাকরি, BSF-এ ৩৫৮৮ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

মারুতির তরফ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে তারা 17.48% গাড়ি কম উৎপাদন করেছে। আর গত 8 মাস ধরে উৎপাদনের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। গত বছরের সেপ্টেম্বর মাসে 1,60,219 ইউনিটের তুলনায় এবার মাত্র 1,32,199 ইউনিট গাড়ি তৈরি করেছে এই সংস্থা। আর এই পরিস্থিতিতে বাজার চাঙ্গা করতেই তাদের এই পদক্ষেপ।

Leave a Comment