মিলবে এককালীন ৭৫,০০০ টাকা! স্কলারশিপের দারুণ সুযোগ দিচ্ছে Colgate

Colgate Colgate Keep India Smiling Scholarship

সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চ শিক্ষার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার একাধিক স্কলারশিপ দেয়। ঠিক তেমনই কিছু প্রাইভেট লিমিটেড কোম্পানিও ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য মোটা অঙ্কের স্কলারশিপ দিয়ে থাকে। সেরকমই একটি স্কলারশিপ হল কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ (Colgate Colgate Keep India Smiling Scholarship)। জানা গিয়েছে, এই স্কলারশিপের আওতায় এককালীন ৭৫,০০০ টাকা করে স্টাইপেন্ড মেলে। ইতিমধ্যে এখানে আবেদন চলছে এবং আগামী ৫ ডিসেম্বর এই স্কলারশিপে আবেদনের ডেডলাইন। তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে তা জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কী এই কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ?

বলে রাখি, কোলগেট পামোলিভ লিমিটেডের উদ্যোগে এই কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হল যোগ্য এবং মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তাদের স্বপ্নপূরণ আরও একধাপ এগিয়ে যায়। এই স্কলারশিপটি মূলত ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা মাস্টার অফ ডেন্টাল সার্জারি কোর্সে ভর্তিতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে দেওয়া হয় এবং এককালীন ৭৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়।

আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে?

এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের যে যোগ্যতাগুলি পূরণ করতে হবে সেগুলি হল—

  • ডেন্টাল সার্জারিতে ব্যাচেলর কোর্সের যে কোনও বর্ষে ভর্তি হতে হবে।
  • আবেদনকারীকে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৬৫% নম্বর পেতে হবে।
  • আবেদনের জন্য দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শেষ সেমিস্টারের কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে যে কোনও স্বীকৃত সরকারি বা বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে।
  • শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এখানে আবেদন করতে পারবে।

কী কী সুবিধা মিলবে?

কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ৭৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়। এই স্টাইপেন্ড দিয়ে তারা কলেজের ফি থেকে শুরু করে টিউশন ফি বা অন্যান্য যে কোনও শিক্ষণীয় সরঞ্জাম কিনতে পারে।

কীভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপে Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • এরপর “Colgate Keep India Smiling Scholarship 2025-26” খুঁজে বার করুন।
  • এরপর “Apply Now” অপশনটিতে ক্লিক করুন।
  • যদি নতুন আবেদনকারী হন তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে দিন।
  • তারপর নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • এবার অনলাইনে আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • সবশেষে সমস্ত কিছু দেখে সাবমিট করে দিন।

আরও পড়ুন: ৯০ টাকা পার, ডলারের পরিবর্তে সর্বকালের সর্বনিম্ন ভারতীয় রুপির মান! আজকের রেট

কী কী ডকুমেন্ট লাগবে

এই স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো চাওয়া হয় সেগুলি হল—

  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড,
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র,
  • পরবর্তী ক্লাসে ভর্তির প্রমাণপত্র,
  • চলতি শিক্ষাবর্ষের ফি-এর রশিদ,
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস,
  • আগের পরীক্ষার মার্কশিট,
  • প্রতিবন্ধী হলে সার্টিফিকেট।

বলে রাখি, এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ আগামী ৫ ডিসেম্বর। তারপরে আর আবেদন গ্রহণ করা হবে না। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Leave a Comment