সহেলি মিত্র, কলকাতা: ট্রেনে ভ্রমণকারীদের জন্য রইল বিরাট খবর। এবার কিন্তু চাইলেই আর সহজে বুক করা যাবে না তৎকাল টিকিট (Tatkal Ticket Booking)। এবার থেকে OTP বাধ্যতামূলক করল রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মূলত যাত্রীদের সুবিধার্থে এবং টিকিট বুকিংয়ে স্বচ্ছতা বৃদ্ধির জন্য ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিটের জন্য একটি নতুন OTP ভিত্তিক ব্যবস্থা চালু করেছে।
এবার তৎকাল টিকিট বুকিং-এ লাগবে OTP
আগে, তৎকাল টিকিট বুকিংয়ে প্রায়শই জালিয়াতির অভিযোগ সামনে আসত। এখন, এই নতুন ব্যবস্থার মাধ্যমে টিকিট কেবল প্রকৃত যাত্রীদের কাছেই পৌঁছাবে। যাত্রীরা যখন কাউন্টার বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করবেন, তখন তাদের মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। ওটিপি যাচাই করার পরেই টিকিট বুকিং নিশ্চিত করা হবে। রেলওয়ে জানিয়েছে যে এই পদক্ষেপ তৎকাল সুবিধাকে নির্ভরযোগ্য করে তুলবে এবং যাত্রীদের ঝামেলা কমাবে।
অনলাইন ও ওভার-দ্য-কাউন্টার সুবিধা
রেলওয়ে ইতিমধ্যেই অনলাইন তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার-ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা চালু করেছে। ২০২৫ সালের অক্টোবরে, সাধারণ রিজার্ভেশনের জন্যও ওটিপি সিস্টেম চালু করা হয়েছিল। এখন, এই ফিচারটি রিজার্ভেশন কাউন্টারগুলিতে টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও সম্প্রসারিত করা হচ্ছে। যাত্রীদের সুবিধা প্রদান এবং জালিয়াতি রোধ করার লক্ষ্যে এটি করা হয়েছে।
Railway plans to implement OTP based window tickets in tatkal within the next few days. pic.twitter.com/25wRn2wtwt
— South Central Railway (@SCRailwayIndia) December 3, 2025
২০২৫ সালের ১৭ নভেম্বর নির্বাচিত ট্রেনগুলিতে তাৎক্ষণিক ওটিপি সিস্টেমের একটি পাইলট প্রকল্প শুরু হয়। এটি এখনও পর্যন্ত ৫২টি ট্রেনে বাস্তবায়িত হয়েছে। কাউন্টারে টিকিট বুক করার সময় আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি সফলভাবে যাচাই করার পরেই টিকিট নিশ্চিত করা হবে। এটি নিশ্চিত করবে যে চাহিদা সম্পন্ন টিকিট শুধুমাত্র প্রকৃত যাত্রীদের জন্যই উপলব্ধ।
কবে থেকে লাগু হবে নতুন নিয়ম?
রেলওয়ে জানিয়েছে যে নতুন ব্যবস্থাটি ৬ ডিসেম্বর থেকে দুরন্ত এবং বন্দে ভারত এক্সপ্রেস সহ ১৩টি ট্রেনে কার্যকর করা হবে। সিএসএমটি-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের মতো কিছু বিশেষ ট্রেনের ক্ষেত্রে এটি ৫ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। পুনে-হায়দ্রাবাদ শতাব্দী এক্সপ্রেসে ইতিমধ্যেই এই ব্যবস্থাটি কার্যকর করা হয়েছে।