সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নতুন দু’দুটি জীবন বীমা পলিসি লঞ্চ করেছে। সেগুলি হল প্রটেকশন প্লাস এবং বীমা কবচ প্ল্যান। একটি সম্পূর্ণ বাজার সংযুক্ত সেভিংস প্ল্যান, আর অন্যটি ঝুঁকি সুরক্ষা ভিত্তিক টার্ম ইন্স্যুরেন্স। তবে আজকের প্রতিবেদনে আমরা জানাবো প্রটেকশন প্লাস স্কিমটি (LIC Protection Plus Plan) সম্পর্কে। কারা বিনিয়োগ করতে পারবেন, কীভাবে বিনিয়োগ করবেন, কী কী সুবিধা মিলবে সমস্ত কিছুই জানুন এই প্রতিবেদনে।
এলআইসি প্রটেকশন প্লাস স্কিম কী?
জানিয়ে রাখি, এলআইসি-র এই প্ল্যানটি নন পার্টিসিপেটিং, লন লিঙ্কড ইন্ডিভিজুয়াল সেভিংস প্ল্যান। এখানে বাজার ভিত্তিক ফান্ডে বিনিয়োগের পাশাপাশি লাইভ কভারের সুবিধা থাকে। সবথেকে উল্লেখযোগ্য সুবিধা হল, এখানে পলিসিধারী নিজের মতো করেই ফান্ড সিলেক্ট করতে পারবে। এমনকি পলিসি চলাকালীন সময়ে টপ-আপ প্রিমিয়াম জমাও দিতে পারবে। সবথেকে বড় ব্যাপার, পলিসি শুরু হওয়ার পাঁচ বছর পর আংশিক টাকা তোলার সুযোগ রয়েছে।
যেমনটা জানা যাচ্ছে, এই স্কিমে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে বয়সের ভারতীয় নাগরিকরা বিনিয়োগ করতে পারবে। আর প্রিমিয়াম পেমেন্টের মেয়াদ থাকে সাধারণত ৫, ৭, ১০ বা ১৫ বছর। এদিকে পলিসি টার্মের মেয়াদ ১০, ১৫, ২০ এবং ২৫ বছর। এই স্কিমের ম্যাচিউরিটি হয় সর্বোচ্চ ৯০ বছরে। আর প্রিমিয়ামের কোনও সর্বোচ্চ সীমা নেই। পলিসি ম্যাচিওর হলে বেস ফান্ডের সঙ্গে টপ-আপ ফান্ডের সম্পূর্ণ ইউনিট ভ্যালু প্রদান করা হয়। সবথেকে বড় সুবিধা, পলিসির সময় ধরে যে মর্ট্যালিটি চার্জ কাটা হয়েছে তাও ফেরত পাওয়া যায়।
আরও পড়ুন: কম বিনিয়োগে পরিবারের আর্থিক নিরাপত্তা, LIC চালু করল বীমা কবচ পলিসি
বীমা কবচ প্লান
তবে এবার আমরা যদি বীমা কবচ প্ল্যান সম্পর্কে আলোচনা করি, তাহলে এটি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং, পিওর রিস্ক লাইফ ইন্সুরেন্স প্ল্যান হিসাবে কাজ করে। ১৮ থেকে ৬৫ বছরের নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করতে পারে। এই স্কিমের ম্যাচিউরিটি বয়স রাখা হয়েছে সর্বোচ্চ ১০০ বছর। এই স্কিমটি অপ্রত্যাশিত কোনও ঘটনার ক্ষেত্রে পরিবারের আর্থিক সুরক্ষা প্রদান করে। তাই যদি ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে এলআইসি-র যে কোনও একটি প্ল্যান এখনই বেছে নিন।
Smart bankroll management is key, especially with so many options now! Seeing platforms like JL33 with easy GCash deposits & KYC is a huge plus. Check out the jl33 app download for a streamlined experience – responsible gaming first, though! 😉