সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে দেশে বহু শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চ শিক্ষার পথে অগ্রসর হতে পারে না। সেই কারণে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার একাধিক স্কলারশিপ দিয়ে থাকে। ঠিক তেমনই একটি স্কলারশিপ হল কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship), যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত পায়। ইতিমধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন চলছে। কিন্তু কারা আবেদন করতে পারবেন আর কীভাবে আবেদন করবেন তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
কী এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল?
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের দ্বারা তৈরি একটি প্ল্যাটফর্ম। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা কলেজে পড়া বা ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে সুবিধা পায়। তবে এই পোর্টালে সবথেকে বড় সুবিধা ডিবিটি অর্থাৎ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায়। কোনওরকম জালিয়াতির ভয় নেই। আর এই স্কলারশিপের উপর ভরসা করে কোটি কোটি ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার পথে এগিয়ে যাচ্ছে।
কত টাকা স্টাইপেন্ড দেওয়া হয়?
জানা যাচ্ছে, এখানে টাকার পরিমাণ নির্ভর করবে আপনি কোন ক্লাসে পড়ছেন এবং কোন স্কিমে আবেদন করছেন তার ওপর। সাধারণত স্কুল পর্যায়ে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড মেলে। উচ্চ মাধ্যমিক ও আইটিআই পড়ুয়াদের ক্ষেত্রে ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড মেলে। তবে স্নাতক ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ক্ষেত্রে ২০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয়। এছাড়া পিএইচডি বা রিসার্চ যারা করে তাদের ক্ষেত্রে স্টাইপেন্ডের পরিমান আরও বাড়তে পারে।
কার আবেদনের যোগ্য?
এখানে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। তবে প্রত্যেকটি স্কিমের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। মূলত প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষিত, সকলেই এই স্কলারশিপে আবেদন করতে পারে। কিন্তু আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল—
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে ভারত সরকার দ্বারা স্বীকৃত যেকোনও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা টেকনিক্যাল ইনস্টিটিউটে নিয়মিত পড়াশোনা করতে হবে।
- যারা বাইরে থেকে পড়াশোনা করে তারা তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।
- আগের ক্লাসে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। তবে কিছু কিছু স্কিমের ক্ষেত্রে এই সীমা ১ লক্ষ টাকা বা ৮ লক্ষ টাকাও হতে পারে।
- এখানে জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি সকল প্রার্থীরাই আবেদন করতে পারে।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে (scholarships.gov.in) যেতে হবে।
- এরপর হোমপেজে গিয়ে ‘New Registration’ অপশনটিতে ক্লিক করে ‘Apply for Scholarship’ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর মোবাইল নম্বর, ইমেল আইডি এবং আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর সফলভাবে রেজিস্ট্রেশনের পর মোবাইলে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আসবে। সেটিকে লিখে রাখতে হবে।
- এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর ‘Application Form’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- সেখানে ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটিকে পূরণ করতে হবে। মনে রাখবেন, শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং ব্যক্তিগত তথ্য সম্পন্ন নির্ভুল হওয়া দরকার।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন জমা দিয়ে প্রিন্ট আউট সংগ্রহ করে রাখতে হবে।
আরও পড়ুনঃ ৪৫০০ কিমি দূর, ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই কীভাবে দিল্লির পৌঁছল! রয়েছে বড় কারণ
আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগে?
এই স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো দরকার হয় সেগুলি হল—
- আবেদনকারীর আধার কার্ড,
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- পরবর্তী ক্লাসে ভর্তির রশিদ,
- জাতিগত শংসাপত্র যদি থাকে,
- পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট,
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর।
বলাবাহুল্য, এই স্কলারশিপে আগামী ৩০ নভেম্বর পর্যন্তই আবেদন চলবে। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন। কারণ, হাতে আর খুব বেশি সময় নেই।