মিলল অনুমতি, কলকাতা ও শহরতলীতে ছুটবে ২০০ AC CNG বাস, কোন কোন রুটে?

kolkata ac cng bus

সহেলি মিত্র, কলকাতা: বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার সকলের যাত্রার সংজ্ঞাই বদলে যেতে চলেছে। আসলে গণপরিবহন ব্যবস্থা উন্নত করতে এবং দূষণ কমাতে, রাজ্য সরকার ২০০টি শীতাতপ নিয়ন্ত্রিত AC CNG বাস কিনতে চলেছে বলে আগেই খবর মিলেছিল। তবে এবার এই বিষয়ে আরও এক আপডেট সামনে উঠে আসছে। জানা গিয়েছে, সিএনজি বাস নিয়ে অবশেষে প্রশাসনিক অনুমতি মিলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অর্থাৎ কলকাতা ও শহরতলিতে এসি সিএনজি বাস চলতে দেখা শুধুই সময়ের অপেক্ষা।

এবার বাংলায় ছুটবে CNG AC বাস

রিপোর্ট অনুযায়ী, রাজ্যের অর্থ বিভাগ ইতিমধ্যেই নতুন বাস বহরের জন্য ১২৫ কোটি টাকা অনুমোদন করেছে, যার মধ্যে মিডি, সেমি-ডিলাক্স এবং ডিলাক্স বাস থাকবে।পরিবহন বিভাগের সূত্রের মতে, এই ক্রয়ের প্রস্তাব কয়েক মাস আগে জমা দেওয়া হয়েছিল। সরকারের সাম্প্রতিক অনুমোদনের পর, কর্মকর্তারা এখন দুর্গাপুজোর আগে রাস্তায় এই বাসগুলি চালু করতে আগ্রহী।

১২ মিটার লম্বা ১২০টি সেমি-ডিলাক্স বাস, যার প্রতিটির দাম ৬৫ লক্ষ টাকা, পুশ-ব্যাক সিট সহ একই দৈর্ঘ্যের ৫০টি ডিলাক্স বাস, যার প্রতিটির দাম ৭০.৪ লক্ষ টাকা এবং ৯ মিটার লম্বা ৩০টি মিডি বাস, যার প্রতিটির দাম ৪২ লক্ষ টাকা। এই বাসগুলির সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য, রাজ্য মন্ত্রিসভা প্রায় ৯০০ জন চালক এবং কন্ডাক্টর নিয়োগের অনুমোদন দিয়েছে, যা শহরের বাস পরিষেবাকে প্রভাবিত করে এমন দীর্ঘস্থায়ী কর্মী ঘাটতি পূরণ করেছে।

আরও পড়ুনঃ গোটা পৃথিবীতে নেই! পাহাড়ে মিলল নয়া উদ্ভিদ, অবাক আবিষ্কার লেপচা জগতে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গণপরিবহন উন্নত করার নির্দেশের পর, রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানুয়ারিতে কলকাতার ব্যস্ততম কিছু এলাকায় সরাসরি সার্ভে পরিচালনা করেন, যেখানে যাত্রীদের অসুবিধাগুলি সরাসরি মূল্যায়ন করা হয়। এই তথ্যের ভিত্তিতে, পরিবহন বিভাগ গুরুত্বপূর্ণ রুটগুলি চিহ্নিত করেছে যেখানে নতুন বাসগুলি মোতায়েন করা হতে পারে।

কোন কোন রুটে ছুটবে নতুন বাস?

নিশ্চয়ই ভাবছেন এই নতুন বাসগুলি কোন কোন রুটে ছুটবে? তাহলে জানিয়ে রাখি, এর মধ্যে রয়েছে উল্টাডাঙ্গা-বিমানবন্দর, উল্টাডাঙ্গা-শাপুরজি, উল্টাডাঙ্গা-যাদবপুর, ধর্মতলা-দমদম এবং বেলগাছিয়া-সায়েন্স সিটি। সূত্রের খবর, নতুন বাস কেনার প্রক্রিয়া আরও এগোতে রাজ্য পরিবহন নিগমের এমডিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment