এক কুখ্যাত আসামিকে মুক্তি দিল দেশের শীর্ষ আদালত। হ্যাঁ, ধারাবাহিক হত্যাকাণ্ড, ধর্ষণের মামলায় অভিযুক্ত সুরেন্দ্র কোলিকে খালাস করা হয়েছে সোমবার। সূত্রের খবর, সুরেন্দ্র 2006 এর নিঠারী হত্যাকাণ্ডের (Supreme Court on Nithari Case) সাথে জড়িত মূল অভিযুক্ত। এমনকি বাচ্চা খুন থেকে শুরু করে ধর্ষণ, নিপীড়ন সহ একাধিক গুরুতর মামলায় নাম রয়েছে এই কুখ্যাত আসামির।
কী সেই নিঠারী হত্যাকাণ্ড?
জানিয়ে রাখি, ঘটনাটি 2006 সালের 29 ডিসেম্বরের। ওইদিন নয়ডার নিঠারীর ব্যবসায়ী মনিন্দর সিং এর বাড়ির পিছনের এক ড্রেন থেকে বেশকিছু শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়। তখন থেকেই এই মামলার সূত্রপাত। তবে তদন্তের পর পুলিশ ওই ব্যবসায়ীর ভাই সুরেন্দ্রকে গ্রেফতার করে। জানাযায়ী সুরেন্দ্র 15 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল। তবে 2021 সালে শীর্ষ আদালত তার মৃত্যুদণ্ডের রায়কে বহাল রাখে। কিন্তু পরে 2014 সালে তা পুনর্বিবেচনা করে খারিজ করা হয়। তবে 2015 সালে এলাহাবাদ হাইকোর্ট তার মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদন্ডে পরিণত করে।
VIDEO | On Supreme Court allowing a curative petition filed by Surendra Koli challenging his conviction and death sentence in one of the Nithari murder cases, advocate Yug Mohit Chaudhry says, “After 19 years, in the 13 cases in which he had been sentenced to death, he had… pic.twitter.com/Ap525b2sVW
— Press Trust of India (@PTI_News) November 11, 2025
তবে 2023 সালে এলাহাবাদ হাইকোর্ট নিঠারী সম্পর্কিত আরও বেশ কয়েকটি মামলায় কোলি এবং ওই ব্যবসায়ী মনিন্দ্র সিংকে খালাস করে। এমনকি হাইকোর্ট নিন্ম আদালতের সিদ্ধান্তকেও বাতিল করে বলে যে, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত পরিমাণে প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এমনকি পরবর্তী সিবিআই এবং ভুক্তভোগীদের পরিবার সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জও করে। কিন্তু চলতি বছরের 30 জুলাই 14টি আপিল খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ এসএসসি’র নবম-দশমের ফলপ্রকাশ চলতি সপ্তাহেই! প্রকাশ্যে দিনক্ষণ
এদিকে সুরেন্দ্রর আইনজীবী বলেন, 19 বছর পর 13টি মামলায় সুরেন্দ্রকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে 12টিতেই সে নির্দোষ প্রমাণিত হয়েছে। যদিও একটি মামলা বাকি রয়েছে। যেখানে পাঁচটি আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। তবে আজ সুপ্রিম কোর্ট সেই মামলার আগের রায়গুলিকে বাতিল করে দিল এবং তাকে মুক্তি দিল।