বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ 2025 এর শেষ দিন। চলতি বছর, শেয়ার মার্কেটের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও একাধিক স্টক বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে (Multibagger Stock)। এক কথায়, শেয়ার বাজারে ব্যাপক ধস সত্ত্বেও এমন অনেক স্টক রয়েছে যেগুলি 1000 থেকে 5000 বা তারও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। আজকের প্রতিবেদনে রইল তেমনই একটি স্টকের নাম। যা মাত্র 5 বছরের মধ্যে বিনিয়োগকারীদের 2000 শতাংশেরও বেশি রিটার্ন প্রদান করেছে। সবচেয়ে বড় কথা, এই স্টকের দাম আগামী দিনেও বাড়তে পারে বলেই দাবি করছেন অভিজ্ঞ বিনিয়োগকারীদের একাংশ।
2079 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক
এবছর, শেয়ার বাজারের ব্যাপক ওঠাপড়া দেখেছে একাধিক সংস্থা। তবে সেই সব চড়াই উৎরাই পেরিয়েও বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে অ্যাপোলো মাইক্রো সিস্টেমের স্টকগুলি। সবচেয়ে বড় কথা, আজ অর্থাৎ 31 ডিসেম্বর এই সংস্থা 420 কোটি ডলারের একটি নতুন অর্ডার পেয়েছে। আর তারপরই এই সংস্থার স্টকের দাম এক ধাক্কায় 5 শতাংশ পর্যন্ত বেড়েছে।
অবশ্যই পড়ুন: এই কর্মীরা আর গ্রাচুইটি পাবেন না, বছর শেষের আগেই বড় নির্দেশিকা সরকারের
গত সপ্তাহে, ভারতের অগ্রণী প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি সংস্থাটি মানহীন ইয়ারিয়াল সিস্টেম সরবরাহের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিতরণযোগ্য একটি বেসরকারি সংস্থা থেকে 100.25 কোটির অর্ডার ঘোষণা করে। এই ঘোষণার পরই সংস্থার স্টকগুলিও ঊর্ধ্বমুখী হয়। না বললেই নয়, দ্বিতীয় ক্রাইমাসিকের সময় 40 শতাংশ আয় বেড়েছিল এই সংস্থার। নিট মুনাফার কথা বললে এই সংস্থাটির মুনাফা বা লাভ্যংশ 300 কোটি টাকা পর্যন্ত বেড়েয়েছিল।
অবশ্যই পড়ুন: গর্জন ভারতের, প্রলয়ের পরীক্ষায় সফল DRDO
শেষবারের মতো, 31 ডিসেম্বর অর্থাৎ আজ এই সংস্থার একটি স্টকের দাম পৌঁছেছিল 272 টাকায়। তবে যদি 5 বছরের হিসেব করা যায় সেক্ষেত্র, এই স্টক বিনিয়োগকারীদের বিগত 5 বছরের মধ্যে 2079 শতাংশ রিটার্ন প্রদান করেছে। যেখানে এক বছরে এই সংস্থার স্টকগুলি ইনভেস্টারদের 134 শতাংশ রিটার্ন দিয়েছে। বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে বিশেষজ্ঞদের দাবি, আগামীতেও এই স্টকের দাম বাড়বে। কাজেই পরামর্শ নিয়ে এই স্টকে বিনিয়োগ করা যেতে পারে।