সৌভিক মুখার্জী, কলকাতা: এক হয়ে যাচ্ছে ভারতের দুই শীর্ষস্থানীয় মোটর কোম্পানি! মারুতি সুজুকির (Maruti Suzuki Merger) সঙ্গে হাত মেলাল সুজুকি মোটর গুজরাত। ফলে এবার দুই কোম্পানির জন্যই আসছে বিরাট সুখবর। কারণ, নতুন গাড়ির পাশাপাশি এবার কোম্পানির শেয়ারেও পড়তে পারে বিরাট প্রভাব।
ইতিমধ্যেই মিলেছে অনুমোদন
ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়ার সঙ্গে সুজুকি মোটর গুজরাতের একীভূত হওয়ার সবুজ সংকেত দিয়েছে। দিল্লিতে NCLT-র প্রধান বেঞ্চ দুটি কোম্পানির যৌথ আবেদন মঞ্জুর করেছে বলেই বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ খবর। তবে এই মার্জার শেয়ার হোল্ডার এবং কর্মচারীদের জন্য হতে পারে লক্ষ্মীলাভের মতো। বলাবাহুল্য, ১ এপ্রিল ২০২৫ থেকেই এই মার্জার কার্যকর হচ্ছে। কিন্তু সুজুকি মোটর গুজরাতের কর্মীরা নতুন কোম্পানিতেই অন্তর্ভুক্ত থাকবে। তাদের কোনওরকম ক্ষতি হবে না বলেই জানানো হয়েছে।
NCLT সুজুকি মোটরের অনুমোদন দেওয়ার পর জানিয়েছে যে, এই জুড়ে যাওয়া প্রকল্পটি গত ১ এপ্রিল, ২০২৫ থেকেই কার্যকর হচ্ছে। এর ফলে সুজুকি মটর গুজরাতকে আর আলাদাভাবে কোনওরকম বন্ড বা লিকুইডেশনের মধ্য দিয়ে এগোতে হবে না। সরাসরি কোম্পানির ম্যানেজমেন্টের মাধ্যমে এই মার্জার সম্পন্ন হবে, যার ফলে কাজ হবে আরও দ্রুত।
সুজুকি মোটরের পরিকল্পনা তাহলে কী?
বলাবাহুল্য, সুজুকি মোটর কর্পোরেশনের প্রধান তোশিহিরো সুজুকি আগস্ট মাসে বিনিয়োগের ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে, ভারতে কার্যক্রম বাড়ানোর জন্য কোম্পানি প্রায় ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। আর এই বিনিয়োগ আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যেই হতে পারে। এদিকে ভারতে সুজুকি মোটরের বিনিয়োগ ১.১ মিলিয়নেরও বেশি সরকারি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে তৈরি হবে রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম! উত্তরবঙ্গ থেকে ঘোষণা মমতার
তবে NCLT আরও জানিয়েছে যে, কোনওরকম সরকার বা নিয়ন্ত্রক সংস্থা একই একীভূতকরণের বিপক্ষে যায়নি। আয়কর বিভাগ, আরবিআই, সেবি সবাই সম্মতি জানিয়েছে। সমস্ত সরকারি সংস্থার অনুমোদনের সঙ্গে সঙ্গে মার্জার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে। শুধু হাতেগোনা কয়েকটা দিন।