বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় স্থল, জল এবং আকাশ বাহিনীর জন্য 79 হাজার কোটি টাকার অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্তে সিলমোহর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর জন্য বিপুল আর্থিক খরচ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি (Ministry Of Defence)। আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আমদানি ক্ষেত্রও গুরুত্ব পাচ্ছে কেন্দ্রের অনুমতিতে।
কোন কোন অস্ত্রশস্ত্র পাচ্ছে ভারতীয় সেনা?
DNA India এর প্রতিবেদন অনুযায়ী, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্যাঙ্ক ধ্বংসকারী ভয়ানক ক্ষেপণাস্ত্র নাগ এমকে 2 বহন করার জন্য ট্র্যাকড যান কিনবে ভারত। এর জন্য রাষ্ট্রীয় সংস্থা আর্মার্ড ভেহিকেলস লিমিটেডকে দায়িত্ব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। জরুরী ভিত্তিতে তাদের কাছ থেকে কেনা হবে নামিস। এছাড়াও স্থল বাহিনী যাতে বিভিন্ন দুর্গম অঞ্চলে নির্দ্বিধায় যাতায়াত করতে পারে সেজন্য প্রয়োজনীয় উচ্চ গতি সম্পন্ন কয়েক হাজার ছোট গাড়ি, শত্রুর উপর নজরদাড়ি চালানো যায় এমন গ্রাউন্ড বেসড মোবাইল এলিয়েন্ট সিস্টেম সহ আরও একাধিক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা ভাবছে ভারত।
অন্যদিকে জল সেনা বা নৌবাহিনীর জন্য আগামী কয়েক বছরে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক, উন্নত হালকা টর্পেডো, 30 এমএম অটোমেটিক নেভাল সারফেস গান, ইলেক্ট্রো অপটিক্যাল ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম এবং 76 এমএম সুপার র্যাপিড গান কেনার কথা ভাবছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক
অবশ্যই পড়ুন: ভারতের পর আফগানিস্তানও জল দেবে না পাকিস্তানকে! তৈরি হবে বিরাট বাঁধ
একই সাথে, অপারেশন সিঁদুরে কামাল দেখানো ভারতীয় বায়ু সেনার জন্য কোলাবোরেটিভ লং রেঞ্জ টার্গেট স্যাচুরেশন অথবা ডেক্সট্রাকশন সিস্টেম কিনতে পারে প্রতিরক্ষা মন্ত্রক। বলা বাহুল্য, 1000 কিমি রেঞ্জের এই সোয়ার্ম ড্রোন একত্রিত হয়ে স্বয়ংক্রিয়ভাবে শত্রুর উপর হামলা চালাতে সক্ষম। এর পাশাপাশি প্রয়োজনের ভিত্তিতে আকাশ বাহিনীর জন্য অন্যান্য উন্নত যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা হতে পারে।