মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নবরূপে দেবী চৌধুরানী মন্দির! আনন্দে আপ্লুত প্রসেনজিৎ, শ্রাবন্তী

Devi Chaudhurani Mandir

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলার বুকে গড়ে উঠল এক নয়া ইতিহাস! পুজোর আগেই অবশেষে উত্তরবঙ্গের অতি প্রাচীন জলপাইগুড়ি রাজগঞ্জের বেলাকোবা শিকারপুরের ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরের কাজ (Devi Chaudhurani Mandir) সুসম্পন্ন হল। এমতাবস্থায় বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দান থেকে ঐতিহাসিক দেবী চৌধুরাণী মন্দিরের সৌন্দর্যায়নের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই আনন্দ আপ্লুত সিনে পর্দার ভবানি পাঠক ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর গোটা টিম।

দ্বিতীয়বার দেবী চৌধুরানী মন্দির উদ্বোধন

উল্লেখ্য, ২০১৮ সালে জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দিরটি পুড়ে গিয়েছিল। সেই সময় স্থানীয়দের আবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২২ সালের মধ্যেই সেই মন্দির পুনরায় সংস্কার করে নতুন করে উদ্বোধন করেন তিনি। জানা গিয়েছে, সেই মন্দিরে মা দুর্গার আরাধনা করা হয়। সেই সময় থেকেই মা দুর্গার পাশে রাখা হয় ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর মূর্তি। এখানেই শেষ নয়, মন্দিরটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্য নানা ভাবে কারুকার্য করা হচ্ছিল সেই থেকেই। অবশেষে সেই কাজ সম্পন্ন হলে দেবী চৌধুরানী মন্দিরটি ফের গতকাল অর্থাৎ বুধবার ভার্চুয়ালিতে নতুন করে উদ্বোধন করা হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। আর সেই খবর শুনে আপ্লুত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কী বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

দেবী চৌধুরানী মন্দিরটি পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বোধন করায় আবেগে ভাসলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন এক সংবাদ মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান এই খবর শুনেই নাকি তাঁর গায়ে কাঁটা দিচ্ছে। তাঁর মতে এর থেকে ভাল খবর আর কিছু হতে পারে না। তবে শুধু প্রসেনজিৎ নয়, এই আনন্দের খবরে বেশ খুশি অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিত্‍ মিত্র। তিনি বলেন, “উত্তরবঙ্গে এ রকম একটি মন্দির আছে আমি জানতাম। নিজে সেই মন্দির গিয়েও দেখে এসেছি। ছবিমুক্তির পর হয়তো পুজো দিতে যাব আমরা। তার আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ দেখে খুব ভাল লাগছে!”

আরও পড়ুন: এবার বিশ্বকর্মা পুজোতেও ছুটি! ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

প্রসঙ্গত চলতি বছর পুজোতে মুক্তি পেতে চলেছে দেবী চৌধুরানী। পরিচালক শুভ্রজিত্‍ মিত্রের এই ছবি ঘিরে প্রথম দিন থেকেই উচ্ছ্বসিত সিনেপ্রেমীদের একাংশ। সিনেমায় দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ও ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে। এরা দুজন ছাড়াও ছবিতে বিশেষ বেশ কিছু চরিত্রে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং দর্শনা বণিককে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের ছবির প্রচার, আর এই আনন্দের মাঝে মন্দির উদ্বোধনের খবর মিলতেই আনন্দে আপ্লুত গোটা দেবী চৌধুরানী টিম।

Leave a Comment