প্রীতি পোদ্দার, কলকাতা: ব্যস্ততার মাঝেই ভিআইপি কালচারের জেরে ট্রাফিক জ্যামে আটকে পড়ল একাধিক যাতায়াতকারী! দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে শেষে হর্ন বাজিয়ে করা হল ঘোর প্রতিবাদ। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে, সেই সময় রাস্তা আটকে যাতায়াত করছিল হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কনভয়, এমতাবস্থায় চরম অসুবিধার মুখে পড়ল সাধারণ যাতায়াতকারী, আর তাতেই এই পরিণতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।
হর্ন বাজিয়ে তীব্র প্রতিবাদ!
প্রায়শই দেখা যায় ব্যস্ততম রাস্তায় যখনই কোনও রাজনীতিবিদের গাড়ি যাতায়াত করে, তখনই স্থানীয় পুলিশ নির্বিঘ্নে তাঁদের চলাচল নিশ্চিত করার জন্য সাধারণের যান চলাচল বন্ধ করে দেয়, এমনকি আটকে যায় অ্যাম্বুলেন্সও। যার ফলে রোগীর জীবন নিয়েও টানাপোড়েন দেখা যায়। দিনের পর দিন এই ঘটনা যেন প্রায়শই ঘটতে থাকছে, এদিকে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। অগত্যা বাধ্য হয়েই মূল্যবান সময় এবং জ্বালানি নষ্ট করে রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে সাধারণের। তবে এবার এই ভিআইপি কালচারের প্রতিবাদে মুখরিত হল হায়দ্রাবাদের মানুষরা। অপেক্ষারত অবস্থায় হর্ন বাজিয়ে করা হল তীব্র প্রতিবাদ।
ভাইরাল ভিডিও
সম্প্রতি হায়দ্রাবাদের একটি ভিডিও এক্স হ্যান্ডেলে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কনভয় যাতে সঠিকভাবে বিনা বাঁধায় জেরে পারে তারজন্য ব্যস্ত সময়ে রাস্তায় বাকি গাড়িগুলোকে আটকে দিয়েছে ট্রাফিক পুলিশ। ব্যস্ততার মাঝে এই ধরনের ঘটনায় বেশ ক্ষুব্ধ অপেক্ষারত সাধারণেরা। তাই এই ভিআইপি কালচার রুদ্ধ করতে জোরে জোরে হর্ণ বাজাতে থাকেন তাঁরা। যখনই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কনভয়টি অতিক্রম করছিল তখনই চালকরা জোরে জোরে হর্ন বাজিয়ে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: আসানসোলে সাধারণের থেকে ঘুষ নিচ্ছে পুলিশ! গাড়ির চাবি কেড়ে প্রতিবাদ অগ্নিমিত্রা পালের
উল্লেখ্য, হায়দ্রাবাদের এই হর্ন বাজানোর প্রতিবাদের এই সিদ্ধান্তকে বেশ প্রশংসার চোখে দেখছে নেটিজেনরা। কমেন্ট বক্সে উপচে পড়েছে বাহ্বার শুভেচ্ছে। যদিও এই হর্ন বাজানোর প্রতিবাদ খুব একটা গায়ে ঠেকবে না রাজনীতিবিদদের কাছে। কারণ তাঁরা মনে করেন তাঁদের উপর কর্তৃত্ব ফলানো খুব একটা সহজ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ছোট পদক্ষেপ এক বড় আকার ধারণ করতে পারে।