মুখ্যমন্ত্রীর কেন্দ্রের স্কুলের টয়লেট পরিস্কার করছে বাচ্চারা! ভিডিও ভাইরাল হতেই বিতর্ক

Karnataka

প্রীতি পোদ্দার, কলকাতা: বিদ্যালয় হল এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকেই শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে থাকে। তাইতো অভিভাবকরা নিশ্চিন্তে তাঁদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুলে পাঠিয়ে থাকেন। কিন্তু এবার ঘটল এক লজ্জাজনক ঘটনা। কর্ণাটকে (Karnataka) পড়ুয়াদের দিয়েই শৌচালয় সাফ করানো হচ্ছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের স্কুলে! ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে অভিভাবক থেকে প্রশাসন সকলে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফ থেকে।

পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার বিদ্যালয়ে!

কর্নাটকের বরুণা বিধানসভা কেন্দ্রের বিলাগেরেহুন্ডি গ্রামের একটি স্কুল থেকে সম্প্রতি পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার করার অভিযোগ উঠে এসেছে। স্কুলটিতে প্রায় ১৩০ জন শিক্ষার্থী রয়েছে এবং প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হয়। কিন্তু সেক্ষেত্রে নামেই পড়াশোনা, আদতে বাচ্চাদের দিয়ে এখানে শৌচালয় পরিষ্কার করানো হয়। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলের শৌচালয় পরিষ্কার করছে। তাদের এক হাতে জলের মগ এবং অন্য হাতে ঝাড়ু। আবার কয়েকজন স্কুলের পোশাক পরেই শৌচালয় পরিষ্কার করার জন্য বালতি করে জল আনছে। জানা গিয়েছে শিক্ষকরাই তাদের এই কাজ করার জন্য বলেছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি India Hood।

তদন্তের দায়ভার নিল DDPI

বিলাগেরেহুন্ডি গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ডেপুটি ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন জানিয়েছেন আসলে এই ঘটনাটি প্রায় ২০ দিন আগে ঘটেছিল। একজন অভিভাবক ব্লক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দায়ের করার পর বিষয়টি সামনে আসে, যা পরবর্তীতে ডিডিপিআই-এর কাছে পাঠানো হয়। কিন্তু সম্প্রতি এটি সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে, DDPI ঘটনাটি তদন্তের জন্য একটি দল গঠন করেছে। যদি তদন্তের ভিত্তিতে ওই স্কুলের প্রধান শিক্ষক দোষী সাব্যস্ত হয় তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সাসপেন্ড হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: ফের থালা হাতে পথে SSC-র নতুন চাকরিপ্রার্থীরা! তিন দাবি নিয়ে শিয়ালদহ থেকে মিছিল

উল্লেখ্য, এর আগেও কর্নাটকের শিবমোগ্গা শহরের একটি স্কুল থেকেও পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার করার অভিযোগ উঠে এসেছিল। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলের শৌচালয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। ভিডিয়ো দেখে ক্ষোভ উগরে দিয়েছেন ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা। যদিও ওই রাজ্যের অনেক স্কুলেই এই ঘটনা হামেশাই ঘটেছে। ফলে এই ঘটনা সরকারকেও বেশ অস্বস্তিতে ফেলেছে। প্রশাসনের তরফে এইমুহুর্তে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment