মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নীতিশ কুমার, বিহারে শপথ গ্রহণের তারিখ হল চূড়ান্ত

nitish kumar

সহেলি মিত্র, কলকাতা: বিহার নিয়ে সামনে এল বড় খবর। রবিবার, জেডিইউ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে ধারাবাহিক বৈঠকের ফলে সরকারের মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বিহারে এনডিএ জোট থেকে মন্ত্রী নিয়োগের সূত্র চূড়ান্ত করা হয়েছে। এটি ৬-১ ভিত্তিতে বাস্তবায়িত হবে। এর অর্থ হল প্রতি ছয়জন বিধায়কের জন্য একজন মন্ত্রী সরকারের মন্ত্রিসভায় যোগ দিতে পারবেন। শুধু তাই নয়, যেকোনও মুহূর্তে ইস্তফা দিতে পারেন নীতীশ কুমার (Nitish Kumar)। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? নীতীশ কুমারই কি ফের গদিতে বসবেন নাকি অন্য কেউ? চলুন জেনে নেবেন ঝটপট।

পদত্যাগ করতে চলেছেন নীতীশ কুমার!

বিহারে এনডিএ ২০২টি আসন লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের প্রস্তুতি চলছে, অন্যদিকে জাতীয় জনতা দল (আরজেডি) তাদের পরাজয়ের পর আলোচনায় ব্যস্ত। সূত্রের খবর, ২২ নভেম্বরের আগে বিহারে নতুন মুখ্যমন্ত্রী থাকবেন। এনডিএ সূত্রের খবর, নীতীশ কুমার নতুন মুখ্যমন্ত্রী হবেন। একাধিক রিপোর্টে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারিখ ঘোষণা করবেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার রাজভবনে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

কবে নতুন সরকার পাবে বিহার?

একদিকে যখন বিহারে নতুন সরকার গঠনের কাউন ডাউন শুরু হয়ে গিয়েছে তখন অন্যদিকে প্রশ্ন উঠছে কবে নতুন সরকার পাবে রাজ্য? সূত্রের খবর, ১৯ কিংবা ২০ নভেম্বর নতুন সরকারের গঠন হবে বিহারে। বিহারে এনডিএ-র বিরাট জয়ের পর, দিল্লি থেকে পাটনায় নেতারা জড়ো হচ্ছেন। বিহারে সরকার গঠনের জন্য এনডিএ জোটের দলগুলির বিধায়কদের বৈঠক চলছে। রবিবার, জেডিইউ-র বিশিষ্ট নেতা সঞ্জয় ঝা এবং লালন সিং অমিত শাহের সাথে দেখা করেছেন।

সোমবার নীতীশ কুমার মন্ত্রিসভার বৈঠক করবেন । ১৭তম বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব পাস হবে। এরপর, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যপালের সাথে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন। এই পদত্যাগপত্র নতুন সরকারের পথ প্রশস্ত করবে।  এদিকে নির্বাচনে ভরাডুবির পর, তেজস্বী যাদব সোমবার একটি পর্যালোচনা সভা ডেকেছেন। আরজেডি বিধায়ক এবং পরাজিত প্রার্থীরা বৈঠকে যোগ দেবেন। এনডিএ আগামী সপ্তাহে সকল দলের আইন প্রণয়ন নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠকও ডেকেছে।

Leave a Comment