মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড মমতার! ছাপিয়ে গেলেন বিধান চন্দ্র রায়কে

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অন্দরে তুমুল ব্যস্ততা শুরু হয়েছে। তার উপর রাজ্যে শুরু হতে চলেছে SIR। তাই শাসকদল থেকে শুরু করে বিরোধী দল সকলেই উঠে পড়ে লেগেছে ভোট যুদ্ধের ময়দানে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী হিসেবে নয়া নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছাপিয়ে গেলেন বাংলার রূপকার বিধান চন্দ্র রায়কেও। অর্থাৎ জ্যোতি বসুর পরে দ্বিতীয় দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে এল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নয়া রেকর্ড গড়লেন মমতা

১৯৪৮ সালের ২৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ১ জুলাই পর্যন্ত বাংলার রূপকার ভারতরত্ন প্রাপ্ত বিধান চন্দ্র রায় মুখ্যমন্ত্রী পদে ছিলেন। সেই হিসাবে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদকাল হিসেব করলে দাঁড়াচ্ছে ১৪ বছর ১৫৯ দিন। আর এবার সেই রেকর্ড ভাঙলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ সোমবার, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ১৪ বছর ১৬০ দিন পূরণ করলেন মমতা। যা নিয়ে শাসকদলের অন্দরে তুমুল উচ্ছ্বাস দেখা গিয়েছে। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ জানিয়েছে শহরের বাসিন্দা থেকে গ্রামের সাধারণ প্রান্তিক মানুষদের জন্য নিরলস কাজ করে চলেছেন মমতা, জীবনযাত্রার উন্নতিতে তৈরি করেছেন একাধিক নজরকাড়া প্রকল্প আর তারই ফল এই রেকর্ড।

কী বলছেন কুণাল ঘোষ?

২০১১ সালে ৩৪ বছরের বাম সরকারকে সরিয়ে মানুষের রায়ে ভোটে জিতেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সাধারণ মানুষের ভোটের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই গিয়েছে। গত তিনবার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “২০১১ সাল থেকে আজ ২০২৫, আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা রেকর্ড ভেঙেছেন, তার মধ্যে আজ শ্রদ্ধেয় বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়সীমা পেরিয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ২৩ বছরের রেকর্ড জ্যোতি বসুর। খুব শীঘ্রই সেই রেকর্ডও ভাঙতে চলেছেন মমতা।”

আরও পড়ুন: ছুটিতে বাড়ি আসাই হল কাল! চুঁচুড়ায় বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল অগ্নিবীর জওয়ানের

উল্লেখ্য, কিছুদিন আগে কালীপুজোর আবহে ২০২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে কার্যত বোমা ফাটিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর পোস্টে তিনি লিখেছেন, “জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই।” এছাড়াও তিনি আরও দাবি করেন যে, ২০৩৬ সালের আশপাশে মুখ্যমন্ত্রী পদে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কুণাল ঘোষের এমন ভবিষ্যদ্বাণী নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

Leave a Comment